অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে ডলার ক্রয়-বিক্রয়ের একটা গ্রুপের একজন এডমিন। সে গ্রুপে ডলার ক্রয়ের কথা বলে বিজ্ঞাপন দেয়। আমার জরুরী ভিত্তিতে কিছু ডলার বিক্রয়ের প্রয়োজন হয়। আমি তার সাথে যোগাযোগ করি। ৭৭ টাকা দরে আমি তার কাছে ৯০ ডলার বিক্রয়ের জন্য রাজি হই। এবং তার স্ক্রীল একাউন্টে ([email protected]) ৮৯ সেন্ড করি। এবং পরমুহুর্তেই সে আমাকে ফেসবুক থেকে ব্লক করে। এরপর আমি তার মোবাইলে 01913408312 কল দিলে সে কেটে দিয়ে বন্ধ করে রাখে।
তারপর আমি উক্ত গ্রপে গিয়ে ব্যাপারটা নিয়ে একটা টিউন দিই। তখন আরো অনেকে এ ব্যাপারে অভিযোগ করেন। সেখানে অন্তত ১০ জন বলেন যে এডিমন আরিফুর রহমান আরিফ তাদের কাছ থেকে ডলার নিয়ে টাকা দেয়নি। কারো কারো অভিযোগ সে ডলার বিক্রয়ের কথা বলে আগে টাকা নিয়েছে এবং পরে ডলার সেন্ড করেনি। এবং এটা সে প্রায়ই করে থাকে।
এই আলোচনা যখন চলছে তখন সম্ভবত টিউনটা তার দৃষ্টিগোচর হয় এবং যারা সেখানে আলোচনা/প্রতিবাদ করছিল তাদের সবাইকে গ্রুপ থেকে ব্যান করে দেয়।
সেই কূখ্যাত গ্রুপের তিনজন এডমিনের নাম ও ফেসবুক প্রোফাইল লিংক নিচে দেওয়া হলো-
Arifur Rahman Arif | https://web.facebook.com/abcdefghijklwx |
Taufiqul Islam Sojib | https://web.facebook.com/lolz.r.lolz |
Mahbub Zaman | https://web.facebook.com/mahbubja |
আমি এম কে রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রফেশনাল মানি মেকিং ওয়েবসাইট ডিজাইনার
Agree with you ! he is real dolller scammer ! stay away from him !!!!