আমি একটু পাকানো করতে গিয়ে বায়োসে টিপাটিপি করছি। এখনে কম্পু ত্তপেন করলেই এই মেসেজ আসে। আবার F4 চাপলে আগের মত ত্তপেন হয়। এর সাথে সাথে আবার ড্রাইভার সব পরিবর্তনত্ত হয়ে যায়। আগে যে ড্রাইভ d তে ছিল তা g তে চলে এসেছি। কি করব?? একটু বলেন,,,,,,,,,,,
খুব সমস্যায় আছি। একটু বলেন।
নিচের স্কিনশর্ট দিলাম
বি:দ্র লেখাটি সাহায্য বিভাগে আমার দেত্তয়া উচিত ছিল। কিন্তু সাহায্য বিভাগে খুব কম যাত্তয়া আসা হয় সবার । এর আগে আমার এটা সমস্যার সমাধান পেয়েছিলাম ৩ দিন পর। তাই আমি সরাসরি টিউন পাতায় প্রকাশ করলাম। কেউ কিছু মনে করিয়েন না।
আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]
ফাস্ট বুট ডিভাইস হার্ডডিস্ক আর সেকেন্ড বুট ডিভাইস সিডিরোম কর এবং যদি কোথাও ফ্লোপি ড্রাইভ দেওয়া থাকে তাহলে ডিজাবল করে দাও।
আর যদি না হয় তাহলে পূণরায় বায়োসে ঢুকে সবগুলোর অপশনের ডিফল্ড সেটিং করে দাও।