একটা মোটামুটি ভাল মানের IPS (আইপিএস) নিতে চাই।

 

বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই।

আমি কিছু দিনের মধ্যেই একটা ভাল মানের আইপিএস কিনতে চাই। তবে সমস্য হচ্ছে তেমন কিছুই জানি না। কোনটা কিনব তাও বুঝতেছি না তাই ভাবলাম টেকি তে একটু সাহায্য চাইলে হয়ত বা কোন সমাধান পেয়ে যাব।

নিচের জিনিসগুলো আমি IPS এর মাধ্যমে চালাতে চাই-

সিলিং ফ্যান                          2 টা

টেবিল ফ্যান                         1 টা

Wifi Router                      1 টা

ল্যাপটপ                                1 টা

এর্নাজী লাইট (32W)             4 টা

এগুলোর জন্য কত ওয়াটের আইপিএস লাগবে?

ব্যাকআপ কতক্ষণ দিবে?

আর দাম টা কত দয়া করে একটু বলেন।

হাতে বানানো আইপিএস গুলো এবং ব্যান্ডের আইপিএস গুলোর স্থায়িত্বের দিক থেকে কোনটা ভাল?

আরো কিছু বিষয় জানতে চাই-

  • আইপিএসের সংযোগস্থাপন কি কোম্পানির লোকবলই ফ্রীতে করে দিবে না কি আলাদা পে করতে হয়?
  • আমার বাসার ভোল্টেজ ওঠা-নামার দরুন কি আইপিএসের সমস্যা সৃষ্টি হবে না কি IPS ই এটা কন্ট্রোল করতে পারে?
  • ঝড়ের রাতে কিংবা বজ্রপাতের সময় কি আইপিএস বন্ধ রাখতে হবে।
  • কত দিন পর পর আইপিএসের ব্যাটারির পানি দিতে হয় আর এটা কি আমি নিজেই দিতে পারব না কি আবার কোম্পানির লোকে দিয়ে যাবে।

আমি একজনের কাছে শুনলাম যে, IPS দিয়ে না কি সব ধরনের চার্জার যেমন- মোবাইল, ল্যাপটপ ইত্যাদির চার্জার গুলো কিছু দিনের ভেতর নষ্ট করে দেয়। যদিও বা এটা আমার কাছে সত্য বলে মনে হয় নি তারপরও জানতে চাইছি এটা কি সত্যি?

Level 0

আমি Imrul kaesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস