টেকটিউন্সে বিভাগবোর্ডে হ্যাকিং বিভাগ নেই???

টেকটিউন্সে আমাদের প্রিয় হ্যাকিং বিভাগ নেই।

এটা কি ইচ্ছা করে নাকি সার্ভারগত সমস্যার করনে।

তাই একটা ট্রিকঃ

হ্যাকিং লিখে সার্চ দিন টিটিতে...এবং হ্যকিং এর টিউন গুলি পরুন।

জানি না টিউনটি আপনাদের ভাল লাগবে কি না। কিন্তু হ্যাকিং এর বিভাগ নেই আমার কাছে খুবই খারাপ লাগছে। তাই শেয়ার করলাম।

Level 0

আমি Tanvir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 361 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Knock Mee @ Mobile: +01674182615 Facebook Id: facebook.com/TanvirXavier Email Id: [email protected] Skype Id: tanvir.vx Yahoo Id: tanvir_vx


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    আমার সবচেয়ে পচ্ছন্দের বিভাগ ছিল

তাই তো কোথায় গেল? আমরা সবাই এডমিনের দৃষ্টি আকর্সন করছি।

শুধু হ্যাকিং নিয়ে একটা বাংলা সাইট করছি। আসা করি সবাই পাশে থাকবেন। টিটি থেকে হ্যাকিং উঠায়া দিবে কারন এড পাওয়া যায় না।

    বাংলায় হইলে চেষ্টা করব আর ইংরেজী হইলে অপারগতা প্রকাশ করছি।

    অনেক ধন্যবাদ আতাউর ভাই। একদম বাংলা থাকবে কনো চিন্তা নাই। এবার একটু বাংলার জন্য কিছু করতে চাই। বস আপনাকে কিন্তু আমার পাশে চাই। আমি একটা সময় এ ব্যাপারে অফিসিয়াল পোস্ট দিবো। এড না ভয় পাবে না। অন্য রকম স্টাইলে পোস্ট। হাহা।

    মাসপি ও আছে । দুই পায়ে খাড়া।

Level 0

Pudina Pata vai asi……………

    অনেক ধন্যবাদ ছোট উস্তাদ ভাই। পাশে চাই ই চাই সবাইকে। আপনাদের জন্য ই সব কিছু আমার

চিন্তার কারন নাই উনি একটু বেড়াইতে গেছেন দেখবেন আবার ফিরে আসবে,
দুই কিছু দিন আগে ‘মোবাইলীয়” ছিল না এখন আবার দেখতে পারছি।
আর যদি বেশী দরকার তা হইলে নীচের লিংক থেকে টেকটিউন্স টুলবারটি ডাউনলোড করে নিন এবং বিভাগ সমুহের একবারে শেষের দিকে দেখবেন আপনার প্রিয় বিভাগটি আছে,
http://techtunesbd.ourtoolbar.com/?version=3.2.3.3

    Level 0

    ঠিক বলেছেন আতাউর ভাই,
    এই যেমন এখন আছে

এটা একটা টেকনিক্যাল সমস্যা ছিল এখন ঠিক আছে।