ভাই কেউ পারলে একটু সাহায্য করেন। ৫ ডিসেঃ পরীক্ষা, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রিন্ট করতে হবে পারতাসিনা।
সমস্যা শুরু হইছে গত পরশুদিন। ১১৬ পেজ প্রিন্ট দিলাম, কিন্তু মাত্র ৪ পেজ প্রিন্ট হয়ে বলতাসে কমিউনিকেশন প্রব্লেম, প্রিন্টারের ইউএসবি ক্যাবল, পাওয়ার ক্যাবল পুনরায় লাগিয়ে কম্পু রিস্টার্ট করতে। তাই করলাম, মাগার কোন কাজ হয় নাই।
আমার প্রিন্টার Lexmark X1270 all in one মডেলের। বাকী সব মানে স্ক্যানার, ফ্যক্স কাজ করে, শুধু প্রিন্ট করে না।
বিঃদ্রঃ আমার মনে হয় কালিও পাইতাসে না, কারন Lexmark Solution Center এ কার্টিজের জায়গা সাদা মানে খালি দেখাচ্ছে। কি করব? একটু তারাতারি বলেন।
আমি গৌরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিন্টারের ড্রাইভার আনইন্সটল করে নতুন করে আবার ইস্নটল করুন। এর এ সময়ে প্রিন্টার কম্পিউটারের সাথে কানেক্ট করে রাখবেন না। একমাত্র ইন্স্টলার যখন বলবে তখন সংযুক্ত করবেন।