পচ্ছন্দের ছোট সুন্দুর ডোমেইন নেইম পাওয়াই যায় না আজকাল। কেউ যদি লোকাল বিজনেস বা দেশিয় ভিজিটরদের টার্গেট করে কোন ওয়েব সাইট করতে চান তাহলে .com.bd ডোমেইন নিয়ে কাজ করতে পারেন। com.bd ডোমেইন অনলাইন থেকে কেনা যায় না। com.bd ডোমেইন রেজিস্টার্ড প্রভাইডার হল বিটিসিএল তবে বিটিসিএল এর রিসেলার কিছু কম্পানি আছে যারা এই রেজিষ্ট্রেশন সার্ভিসটি প্রভাইড করে। .com.bd ও .edu.bd রেজিষ্ট্রেশন করতে চাইলে বিটিসিএল এর নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে। আবেদনপত্রটি জমাদিতে হবে বিটিসিএল মগবাজার কার্যালয়ে। আবেদন করার পূর্বে অনলাইন থেকে চেক করে দেখেনিতে পারেন আপনার কাংখিত ডোমেইনটি খালি আছে কিনা তা চেক করেনিতে পারেন এখান থেকে। আপনার আবেদন পত্রটি জমা দেয়ার ১/২ দিনের মধ্যে বিটিসিএল একটি ডিমান্ডনোট দিবে। ডিমান্ডনোট এর কপি সংগ্রহ করে ব্যাংকে গিয়ে ১৭২৫ টাকা জমা দিতে হবে। সোশাল ইসলামি ব্যাংক লিমিটেড এর ইস্কাটন রোডের শাখায়। ডিমান্ডনোটের দুইটা কপি ব্যাংক থেকে পেইড সিল দিয়ে দিবে এখান থেকে ডিমান্ডনোটের একটি কপি নিজের কাছে রেখে দিবেন অন্য কপিটি বিটিসিএল কার্যালয়ে জমা দিয়ে আসতে হবে। জমা দেয়ার ১/২ কার্যদিবসের মধ্যে এ্যাডভাইস নোট হয়ে যায়। এ্যাডভাইস নোট হয়েগেলে ডোমেইটি রেজিষ্ট্রেশনের জন্য সার্ভার রুমে পাঠানো হয়। কোন ঝামেলা না হলে ৪/৫ কার্যদিবসের মধ্যে .com.bd ও .edu.bd ডোমেইন রেজিষ্ট্রেশন করা যায়।
.com.bd ডোমেইনের জন্য প্রোয়জনিও কাগজপত্র
.edu.bd ডোমেইনের জন্য প্রোয়জনিও কাগজপত্র
.com.bd ও .edu.bd ডোমেইন রেজিষ্ট্রেশন বিষয়ে কোন কনফিউসন থাকলে টিউমেন্ট করে জানাতে পারেন উত্তর দেয়ার চেষ্টা করব। কোন ইনফরমেসন বাদ থাকলে টিউমেন্ট করে জানাতে পারেন লিখায় যোগ করে দিব।
আমি Masumul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মোহাম্মদ মাছুমুল হক ডাক নাম মাছুম।ব্যাচেলর সাবজেক্ট ছিল EEE , Stamford University আর মাস্টার্সের সাবজেক্ট MIS, Daffodil University। সর্বশেষ ফেয়ারট্রেড গ্রুপ এ আই টি ম্যানেজার হিসেবে কাজ করেছি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান পার্পল আই টি লিমিটেড এ পরিচালকের দায়িত্ত পালন করছি। ডোমেই হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট আমাদের মুল ব্যাবসা।...