সাহায্য চাই প্লিজ হেল্প করুন ।

আমি কিছুদিন যাবৎ একটা মারাত্তক সমস্যা ফিল করছি। আমি যখন ডাউনলোড দিয়ে কোন গেমস খেলতে চেষ্টা করি আমার পিসিতে তখনই নেট কানেকশন অপ কিংবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় । আবার গেমসটা যখন মিনিমাজ করি দেখি নেট কানেকশন আবার হয়ে গেছে কিংবা ডাউনলোড হচ্ছে । এখন আমি কোন গেমসই খেলতে পারছিনা  কারন গেমস খেললেই ডাউনলোড অফ হয়ে যায় । black ops-- call off duty-- devil mar cry 2-3-4  থেকে শুরু করে যে কোন ছোট গেমস খেলতে গেলেও নেট কানেকশন স্লো কিংবা বন্ধ হয়ে যায় । কারো কাছে সমাধান জানা থাকলে প্লিজ হেল্প করুন ।

আমার অপারেটিং সিষ্টেম --- windows 7 ultimate

নেট কানেকশন              ---- banglalion wimax ( usb dongle)

Level 0

আমি shohel islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনে যখন গেমস খেলেন তখন যে নেট চলে যায় সেটা কিভাবে বুঝলেন? আপনে সিউর তো? আবার সিউর হয়ে যানান একটু

আরে ভাই গেমস চলাকালীন সময়ে মিনিমাইজ করে দেখেছি । অন্য গেমসগুলো মিনিমাইজ রলেই টের পাই লাইন নেই নেটের আর black ops গেমসটা খেলার সময়তো
একেবারে গেমস অটোমেটিক মনিমাজ হয়ে শো করে যে নেট ডিসকনেক্ট । তাছাড়া মুভি দেখার সময়ও কিংবা অন্য প্রোগাম রান করলেও একই অবস্হা । ডেকস্টপে দুটো জিনিস রান করানোই যাচ্ছেনা । অন্যগুলো অফ করলে আবার ডাউনলোড ঠিকই হতে থাকে ।তা ifm or torrent-ই হোক না কেন।