আমি কিছুদিন যাবৎ একটা মারাত্তক সমস্যা ফিল করছি। আমি যখন ডাউনলোড দিয়ে কোন গেমস খেলতে চেষ্টা করি আমার পিসিতে তখনই নেট কানেকশন অপ কিংবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় । আবার গেমসটা যখন মিনিমাজ করি দেখি নেট কানেকশন আবার হয়ে গেছে কিংবা ডাউনলোড হচ্ছে । এখন আমি কোন গেমসই খেলতে পারছিনা কারন গেমস খেললেই ডাউনলোড অফ হয়ে যায় । black ops-- call off duty-- devil mar cry 2-3-4 থেকে শুরু করে যে কোন ছোট গেমস খেলতে গেলেও নেট কানেকশন স্লো কিংবা বন্ধ হয়ে যায় । কারো কাছে সমাধান জানা থাকলে প্লিজ হেল্প করুন ।
আমার অপারেটিং সিষ্টেম --- windows 7 ultimate
নেট কানেকশন ---- banglalion wimax ( usb dongle)
আমি shohel islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনে যখন গেমস খেলেন তখন যে নেট চলে যায় সেটা কিভাবে বুঝলেন? আপনে সিউর তো? আবার সিউর হয়ে যানান একটু