আসস্লামুয়ালাইকুম আমি টেকটিউনস এ একেবারেই নতুন মুখ। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে আপনি আপনার পেনড্রাইভটি বুটেবল করে নিবেন। অনেকেই নোটপ্যাড ইউজ করেন তাদের এটি কাজে আসবে।আপনাদের সুবিধার জন্য আমি একটি ভিডিও ক্রিয়েট করেছি যার লিঙ্ক নিছে দেওয়া হল।
প্রয়োজনীয় জিনিসঃ
১. একটি পেনড্রাইভ (কমপক্ষে ৮ জিবি)
২. উইন্ডোজ ডিস্ক (উইন্ডোস এক্সপি,সেভেন,এইট)
৩. অবশ্যই একটি কম্পিউটার :p
এবার আসা যাক কিভাবে কাজটি করব
১. প্রথমেই আপনার পিসিতে পেনড্রাইভটি ও উইন্ডোজের সিডিটি প্রবেশ করান.২
২. Run এ গিয়ে টাইপ করুন cmd এরপর এন্টার প্রেস করুন। এরপর ছবির ন্যায় সেখানে টাইপ করুন diskpart
৩. এরপর যে উইন্ডো আসবে সেখানে লিখুন list disk
৪. এরপর আপনার পেনড্রাইভটি সিলেক্ট করুন যদি আপনার পেনড্রাইভটি ডিস্ক ২ হয় তাহলে টাইপ করুন select disk 2
৫. এরপর ছবির ন্যায় টাইপ যথাক্রমে করুন
clean
create partition primary
select partition 1
active
format fs=fat32
assign letter=y (এখানে ইয় হলো আপনার পেনড্রাইভ লেটার আপনারা যার যারটা দিবেন)
exit
6. 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার রান থেকে cmd তে প্রবেশ করে নিচের ন্যায় কোডটি টাইপ করুন
xcopy e:\* y:\ /s /e /f
এখানে e হলো আপনার উইন্ডোজ সিডির ড্রাইভ লেটার এবং y হলো পেনড্রাইভ লেটার এবার এন্টার চাপুন
৭. এরপর ফাইল কপি হওয়া শুরু হবে এবং কপি ১০০% কমপ্লিট হলেও আপনি পেনড্রাইভটি খুলে আবার প্রবেশ করালেই দেখবেন আপনার পেনড্রাইভটি বুটেবল হয়ে গেছে
এরপরও যাদের সমস্যা হবে তারা ইউটিউব থেকে আমার তৈরী ভিডিওটি দেখে নিন।
এটা আমার ফাস্ট টিউন তাই বুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ
আমি মোহাম্মদ গালিব হাসান আবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।