আমার একটি সমস্যা মাঝে মাঝেই internet explorer এর javascriptঃ click refresh নামে নতুন উইন্ডো আসে কিন্তু আমি internet explorer ওপেন ই করি নাই ফায়ার ফক্স ওপেন করেছি, এর কারণে হয়ত মাঝে মাঝে নেট কানেকশনও চলে যায়, আমাকে অস্থির করে তুলেছে ।
আমার একটি সমস্যা মাঝে মাঝেই internet explorer এর javascriptঃ click refresh নামে নতুন উইন্ডো আসে কিন্তু আমি internet explorer ওপেন ই করি নাই ফায়ার ফক্স ওপেন করেছি, এর কারণে হয়ত মাঝে মাঝে নেট কানেকশনও চলে যায়, আমাকে অস্থির করে তুলেছে ।
আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চলছি
আপনার এত সমস্যা কেমনে হয় বুঝি না।
২৬টা টিউনই সমস্যার। 😛 😛 😉