ইন্টারনেট এক্সপ্লোরার থেকে মুক্তি চাই ? বাঁচান (আপডেটেড)

আমার একটি সমস্যা মাঝে মাঝেই internet explorer এর javascriptঃ click refresh নামে নতুন উইন্ডো আসে কিন্তু আমি internet explorer ওপেন ই করি নাই ফায়ার ফক্স ওপেন করেছি, এর কারণে হয়ত মাঝে মাঝে নেট কানেকশনও চলে যায়, আমাকে অস্থির করে তুলেছে ।

আমার একটি সমস্যা মাঝে মাঝেই internet explorer এর javascriptঃ click refresh নামে নতুন উইন্ডো আসে কিন্তু আমি internet explorer ওপেন ই করি নাই ফায়ার ফক্স ওপেন করেছি, এর কারণে হয়ত মাঝে মাঝে নেট কানেকশনও চলে যায়, আমাকে অস্থির করে তুলেছে ।

Level 0

আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চলছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার এত সমস্যা কেমনে হয় বুঝি না।
২৬টা টিউনই সমস্যার। 😛 😛 😉

কমেন্ট করার জন্য ধন্যবাদ,
আমার কিন্তু আপনার টিউন বিশেষ করে ফটো সংক্রান্ত গুলো ভাল লাগে
আসলে আমি জানি খুব কম এবং সব জানতে চাই +সব কিছু নিখুঁত চাই এটাই আমার সমস্যার মূল কারণ
এখনও অনেক সমস্যাই লেখা বাকি আছে , যেমনঃ আইডিএম, মাউস ইত্যাদি……………………………………………………………………………….
সমস্যার টিউন দিয়ে আমি সবাইকে ছাড়িয়ে যাব ইনশাল্লাহ

    শাহেদ ভাই ‍আপনার যত সমস্যা ‍আছে ‍আপনি তা লিখে যান ‍আমরা ‍আছি ‍আপনার সাথে। পাছে লোক কিছু বলে। কান দেবেন না, যত সমস্যা লিখবেন ‍আমরা ততোই শিখতে পারবো। ‍আর সবার দ্বারা সমস্যা র্নিবাচন ও করা যায় না। সমস্য তৈরী করতে গুন লাগে.. হিহিহিহিহিহি

    @রানা ভাই সমস্য তৈরী করতে গুন লাগে.. হিহিহিহিহিহি- ধন্যবাদ

আপনি আপনার সমস্যা চিত্র সহ দিন। আর আমি দোয়া করছি আপনি যেন সমস্যার টিউন দিয়ে আমি সবাইকে ছাড়িয়ে যেতে পারেন… হা হা হা 😉
আর আমি একটি ফোরাম চালু করতেছি সেখানে শুধু সমস্যা সমাধান করা হবে। একটু দেখে আসতে পারেন। ঠিকানা – http://banglaforum.motionsforum.com সম্পূর্ন কাজ শেষ হলে টেটিতে টিউন করে আপনাদের জানাব।

    আপনি আপনার সমস্যা চিত্র সহ দিন – চেষ্টা করছি

    আর আমি দোয়া করছি আপনি যেন সমস্যার টিউন দিয়ে আমি সবাইকে ছাড়িয়ে যেতে পারেন… হা হা হা- আমিন,ছুম্মা আমিন

    আপনার সাইটের আউটলুক খুব সুন্দর

Level 0

আপনার যত সমস্যা আছে http://www.facebook.com/ComputronicsBD
এখানে জানান, দেখি যত মুস্কিল, তত আহসান না হয় কিভাবে