সাহায্য লাগবে! উবুন্টুতে গ্রামীন মডেম ইনষ্টল এবং উইন ৭ ডিফল্ট বুট!!!!!!!
আমি উইন ৭ এর পর উবুন্টু ৯.১০ ইনষ্টল করেছি। এখন দুটা সমস্যা
এক। উইন ৭ কে ডিফল্ট রাখতে চাই। আর বুটের সময় এত গুলো অপশন(১. উবুন্টু ২. উবুন্টু রিকভার ৩. সিষ্টেম চেক ৪. .... ৫.....)
দুই। উবুন্টুতে গ্রামীন ফোন ইন্টারনেট কিভাবে ইনষ্টল করব। system>appreance>network connection> এ গিয়ে করেছি হয় নাই।
আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।
win 7 ডিফল্ট রাখতে synaptic থেকে start-up manger ইন্সটল করে নিন। সেখানে কোন OS ডিফল্ট রাখবেন তার অপশন আছে। উবুন্টু ৯.১০ এ এমনিতেই gp মডেম (huawai 1662) কাজ করার কথা (আমি নিজে চালিয়েছিলাম)। আপনি কি huawai 1550 মডেল ব্যবহার করছেন? আপনি usb-modeswitch-data এবং usb-modeswitch http://packages.ubuntu.com/karmic/usb-modeswitch ইন্সটল করে দেখতে পারেন । আর উবুন্টু নিয়ে নিয়ে সমস্যায় পড়লে লিনাক্স ফোরামে http://forum[.]linux[.]org[.]bd/index%5B.%5Dphp প্রশ্ন করুন। ওখানে ভালো সাহায্য পাবেন।