সাহায্য চাই! উইন ৭ আর উবুন্টু ৯.১০ ছিল। উইন ৭ রি-সেটআপ দিয়ে উবুন্টু ৯.১০ খুজে পাচ্ছি না।

সাহায্য চাই! উইন ৭ আর উবুন্টু ৯.১০ ছিল। উইন ৭ রি-সেটআপ দিয়ে উবুন্টু ৯.১০ খুজে পাচ্ছি না।

আমার ল্যাপটপে অরজিনাল উইন ৭ হোম প্রিমিয়াম ছিল। আলাদা পার্টিশন করে উবুন্টু ৯.১০ সেটআপ করি। এরপর কিছু সমস্যার কারণে উইন ৭ পাইরেট ভার্সন সেটআপ করি। এরপর আর উবুন্টু ৯.১০ খুজে পাচ্ছি না। আমার উবুন্টু ৯.১০ আলাদা পার্টিশন এ ছিল,উইন ৭ সেটআপ দেওয়ার সময় যা ফরমেট করি নাই।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস