ওয়ার্ডপ্রেসে যাই লিখি তাতেই ????????????? আসে, কি করি ?

আমি একটি নতুন ব্লগ বানিয়েছি ওয়ার্ডপ্রেস দিয়ে । বিভিন্ন টিউটরিয়াল দেখে বানিয়েছি । সব কিছুই ঠিক আছে, শুধু একটি বাদ দিয়ে । যখনি বাংলাই লিখতে যাই তখনি ????????????????????এমন  আসে ।

উল্লেক্ষ যে আমি আমার সাইট বাংলাই রুপান্তর করেছি ।

এখন কি করলে লিখা গুলো বাংলাই আসবে তা বুঝছি না ।

কেউ যদি আমার সাহায্য করতেন অনেক উপকার হতো ।

ধন্যবাদ ।

Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

banla_kb প্লাগিংস টা সেটাপ করে একটিভ করে দিন

আপনার ডাটাবেজটা ল্যাটিন এ আছে। ওটাকে ইউনিকোডে কনভার্ট করতে হবে। phpMyAdmin এ ঢুকে ডাটাবেজ কোলেশন হিসেবে utf8_general_ci দিন এবং টেবল কোলেশন হিসেবে utf8_unicode_ci দিন। তাহলেই সবকিছু বাংলায় লিখতে পারবেন।

    ভাই ডেটাবেজ কোলেসন কোনটা আর টেবিল কোলেসন কোনটা ?
    যাইহোক দেখি আরেকবার চেষ্টা করে কি হয় ।

    ধন্যবাদ ভাই সহযোগিতার জন্য।

ডেটাবেজ utf8 করা না তাই এ সমস্যা হচ্ছে। আর বাংলা ব্লগে ডেটাবেজ utf8 করা লাগে। আপনি এক ক্লিকে ইনস্টল করেছেন তা না করে আপলোড করে ইনস্টল করুন সমধান হয়ে যাবে।