আশা করছি সবাই ভাল আছেন। আমি কিছুটা বিরক্ত। কারণ আমার Dell Inspiron 15 Laptop Adware সমস্যা। আমি Windows10 EDGE ব্রাউজার ব্যবহার করি। সাথে আগের Enternet Explore ও আছে। কোথা থেকে যে চায়না ভাষার Adware Video page on হয় বুঝতে পারছি না। সমাধান দিলে উপকৃত হব।
সমস্যা গুলো
১। নেট চালু করলে বা MS EDGE Browsr ওপেন করলে লেপটপের ডানকোনায় নিচে এরকম একটি এড চলে আছে।
২। নেট চালু করলে বা MS EDGE Browser ওপেন করলে লেপটপের মাঝখানে এরকম একটি এড চলে আছে।
৩। নেট বন্ধ থাকলে লেপটপের মাঝখানে এরকম একটি পাতা অন হয় তখন নেট না থাকার কারণে ভিডিও চলেতে পারে না।
৩। সবক্ষেত্রেই ক্রস দিয়ে বন্ধ করার কিছু সময় পর আবার স্ক্রীনের মাঝে বা ডানকোনায় ভেসে উঠে।
যে সকল পদক্ষেপ নিয়েছিঃ
১। নেট থেকে সাচ করে জেনে কন্ট্রোল প্যানেল থেকে সম্ভব্য এড ফাইল ডিলিট করেছি।
২। রেজিষ্ট্রি থেকেও ডিলিট করেছি।
৩। কাজ হচ্ছে না। আর এড গুলো চায়ানা ভাষার।
আমার কন্ট্রোল প্যানেল এই ফাইলগুলো আছে।
অবেদনঃ
আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।
হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আ৩পনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।আপনাদের সহযোগিতা পেলে বিশেষভাবে উপকৃত হবো।
আমি তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Bhai aita solution amr jana mote apnake regedit hkey_current_local_user then software giye dakhen apnr aita asche apni oi khan tikh direct remove kore dan . tar por run a giye mscofig> startup tikh a check box a check uttai dan asa kori tikh hoye jabe