সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেকদিন পরে আসলাম। আমার অবস্থা তো বুঝতেই পারছেন!
বিপদ ছাড়ে না আমায়!
মহা বিপদে আছি। কিছু কাজ আছে হাতে করতে পারছি না। দয়া করে একটু হেল্প করুন।
পিসি কনফিগারেশন:
প্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর ২.৬০ গিগাহার্জ, মাদারবোর্ড: ইন্টেল ডিজি ৪১ আর কিউ, র্যাম: ৩ জিবি, হার্ডডিক্স: স্যামসাং ৫০০ জিবি, অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৩২ বিট।
সমস্যাদি: আগে র্যাম ১ জিবি ছিলো, তখন খুব স্লো ও নট রেসপন্ডিং সমস্যাও ছিলো। কিছুদিন আগে র্যাম আরো ২ জিবি নেই। মোট ৩ জিবি র্যাম। তখন আর একটা ৩২০ জিবি হার্ডডিক্স ছিলো তসিবার। নতুন র্যাম লাগানোর পরে হার্ডডিক্সও দুটোই লাগিয়েছি। ৫০০ জিবিরটায় সব ডাটা আছে, ৩২০ এরটা পুরাই ফাঁকা। নতুন উইন্ডোজ দিলাম। পিসি তো পুরাই পাঙ্খা, সেইরাম ফাস্ট।
৪/৫ দিন ঠিকঠাক চলার পরে, সমস্যা শুরু। মাই কম্পিউটার থেকে কোন ড্রাইভ ওপেন করলে উইন্ডোজ এক্সপ্লোরার নট রেসপন্ডিং এমন মেসেজ দেখাতো। রিস্টার্ট না দিলে কাজ হত না। আবার মাঝে মাঝে নিজেই রিস্টার্ট নিতো।
সাথে সাথে রিস্টার্ট দিলে পিসি অন হতে ১৫-২০ মিনিট লাগত। নতুন মেসেজ দেখাতে শুরু করলো "Windows bootmgr is missing to restart your pc press ctrl+alt+del." রিস্টার্ট দিলে অন হতে কয়েক ঘণ্টাও লেগে যাবে এমন মনে হয়, আর প্রায়ই ঐ ম্যাসেজ দেখায়। কিন্তু অনেক্ষন পিসি অফ করে রেখে দিলে ঠিকমতই অন হত, প্রথমে ভালোই কাজ করত, কিছুসময় পরে আবার স্লো হয়ে যেত। আর প্রত্যেক প্রোগ্রামে নট রেসপন্ডিং ম্যাসেজ দেখাত।
কি আর করা উইন্ডোজ দিতে শুরু করলাম, উইন্ডোজ নেয় না, ৩২০ এর হার্ডডিক্স পুরা পার্টিশন করে আবার ট্রাই করলাম নেয় না। ৫০০ এর হার্ডডিক্স খুলে শুধু ঐটায় দেয়ার চেষ্টা করলাম নেয় না। (মজার ব্যাপার হার্ডডিক্স পার্টিশন হয়, ফরমেট হয়, উইন্ডোজ নেয় না।) ভাবলাম ৩২০ এরটায় সমস্যা আছে, তাই বাদ দিলাম ওটা। ৫০০ তে উইন্ডোজ দিলাম নিলো। অনেক দেরি করে সেটআপ নিলো। কিন্তু পিসি এত স্লো কোন কাজ করা যায় না। ২/৩ টা প্রোগ্রাম ইন্সটল দিলে এমন স্লো হয় ভাবা যায় না। প্রথমে হার্ডডিক্স ব্রাউজ করা গেলেও এখন কোন ড্রাইভে ঢুকে ২/১ টা ফোল্ডার ওপেন করলেই নট রেসপন্ডিং দেখায়, ক্লোজও করা যায় না, টাস্ক-ম্যানেজার থেকে প্রসেস এন্ডও করা যায় না, মাউসই নড়ে না, কীবোর্ড থেকেও কমান্ড দেতে পারছি না স্লোর কারণে। রিস্টার্ট বাধ্যতামূলক।
যেসব টেস্ট ও প্রক্রিয়া অবলম্বন করেছি:
১। উইন্ডোজ সিডি থেকে রিপেয়ার করার চেষ্টা করেছি, লাভ হয়নি।
২। মেমরি ডায়াগনোসিস চেক করেছি, সমস্যা নেই রিপোর্টে তাই বলল।
৩। রানে sfc /scannow টিউমেন্টে কিছু সমস্যার কথা বলেছে। "Windows Resousce Protection found correpts files but unable to fix some of them."। উইন্ডোজ সিডি দিয়ে রিকভারী মুডে গিয়ে রান টিউমেন্টে টিউমেন্ট দেয়ার চেষ্টা করেছিলাম, ধর্যের বাধ মানলো না, ৩/৪ দিনেও কিছু হবে কিনা বুঝলাম না।
৪। হার্ডডিক্স ক্লিন, চেক, ডিফ্রেগমেন্টও করেছি উইন্ডোজের ডিফল্ট টুলস দিয়ে। ২ টা হার্ডডিক্সে একসাথে সমস্যাই বা কিভাবে হতে পারে।
এখন সমস্যাটা কিসে তা'ই বোধগম্য নয় আমার কাছে, হার্ডওয়্যার না উইন্ডোজে! আবার হার্ডওয়্যার হলে কোন হার্ডওয়্যারে! যাহোক উইন্ডোজ ১০ এরও একটা সিডিও নিয়ে আসছি, দেয়া হয়নি। আপনাদের মতামত ও সাহায্য কামনা করছি। বিপদ থেকে কেহ আমায় উদ্ধার করুন!
ভালো থাকবেন সবাই।
আমি সুমন রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।