সাহায্য চাই, সাহায্য!!!কমপাটিভল না!৬৪বিট উইনডোজ ৭,টোশিবা ল্যাপটপ।

আমি উইনডোজ ৭ বিল্ট ইন টোশিবা ল্যাপটপ ব্যবহার করি। ৬৪ বিট। এখন সমস্যা হল বিরাট সমস্যা। কোন সফটওয়ার ই ( সম্ভবত অন্য বিটের) ইনষ্টল করতে পারি না। তারা খালি একটা কথাই(Message) বলে। আমি কিছু বুঝি না। তাই ছবি টাই দিয়ে দিলাম।

আমাকে এই কথার অর্থ না বলে আমার এত সাধের(অনেক কষ্টে সংগৃহীত) সফটওয়ার গুলো কিভাবে ব্যবহার করব বললে চির কৃতজ্ঞ থাকিব। But one REQuEST পুনরায় সংগ্রহ করতেও বলবেন না।(THAT IS TOTALLY IMPOSSIBLE.)

পুনশ্চঃPost Title is too short (minimum is 5 words, your Title has 4). এর মানে কি।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজের এটা একটা বড় দুর্বলতা যে, এর ৬৪ বিটের জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলো এখনো এভেইলএবল না। যদি ৬৪ বিটেই থাকতে চান তাহলে খুব লিমিটেড ভাবে পিসি চালাতে হবে। আর তা নাহলে ৩২ বিটে মুভ করা ছাড়া কোন উপায় দেখছি না।
অবশ্য ৬৪ বিটে থাকতে চাইলে আরেকটা উপায় আছে। লিনাক্সে মুভ করতে পারেন। এখানে ৬৪ বিটের জন্য সবই এভেইলএবল।

পুনশ্চ এর উত্তরঃ এটার মানে টিউনের টাইটেল কমপক্ষে ৫ শব্দের হতে হবে।

Level 0

আপনি ৩২ বিটের সফটওয়্যার (তাও সবগুলো নয়) ৬৪ বিটে চালাতে পারবেন তবে emulator(উদাহরনঃ WoW) ব্যবহার করার মাধ্যমে। তবে এতে সঠিক পারফর্মেন্স পাবেন না। আর হার্ডওয়্যার এর ড্রাইভার ৬৪ বিটের না হলে সেটা জীবনেও ৬৪ বিটে ইন্সটল করতে পারবেন না(opensource driver হলে নিজে কম্পাইল করে করা যায়, কিন্তু ক্লোজডসোর্স হলে কখনোই সম্ভব নয়, যদি না সেই কোম্পানি বের করে)। আপনার জন্য ভালো হবে ৩২ বিটে মাইগ্রেট করলে। যদি ৬৪ বিটে থাকতে চান তাহলে লিনাক্স ব্যবহার করতে পারেন। কেননা লিনাক্স এক্ষেত্রে উইন্ডোজের তুলনায় বেশ কম সমস্যা করে।
আপনি যদি 3D Modeling , ম্যাথ সিমুলেশন ইত্যাদি নিয়ে কাজ না করেন তাহলে ৩২ বিট আপনার জন্য ভালো হবে।

    ধন্যবাদ।” আপনার জন্য ভালো হবে ৩২ বিটে মাইগ্রেট করলে।”কিভাবে, পুরো laptop পাল্টিয়ে নাকি উইন৭এর ৩২ বিট ইনষ্টল করে জানালে ভালো হয়।

    Level 0

    আপনার প্রসেসর যদি ৬৪ বিট সাপোর্ট করে তাহলে ৬৪ বিট OS ব্যবহার করা ভালো। তবে ৬৪ বিটে আপনি ৩২ বিট উইন্ডোজ চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে প্রসেসরের পুরো ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। বড়জোড় অর্ধেক। বাকি অর্ধেক অব্যবহৃত পড়ে থাকবে। আপনার ইচ্ছা। সফটওয়্যার ও ড্রাইভার সমস্যা না থাকলে ৬৪ বিট ব্যবহার করতে পারেন। ড্রাইভার সমস্যার কারণে ৬৪ বিট মূলস্রোতে আসতে পারছে না।

    আপনি আমার জানার আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা। ধরেন আমি ৬৪ বিট টাও রাখলাম আবার একটা ৩২ বিট ফিট করলাম (ডুয়েল বুট আর কি) এটা কি সম্ভব।

    লিনাক্সে সম্ভব। তবে উইন্ডোজে সম্ভব কিনা তা বলতে পারছিনা। তবে আশা করি কাজ হবে।

আমি x64 এ সেটাপ দেবার পর Program Files (x86) নামের একটা ফোল্ডার চলে আসে, আমি জানিনা যে x64 কি ৬৪বিট হিসেবে কাজ করে কিনা,

আমার ল্যাপটপ এসার এর

    ইন্টেলের প্রসেসরে ৩২ বিটের সাইন হচ্ছে i386 বা x86 এবং ৬৪ বিটের সাইন হচ্ছে i686 বা x86_64.
    অনেক সময় ৩২ বিটকে i586 নামেও ডাকা হয়।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.