আমি ৭.২ আম্পিয়ার ব্যটারী দিয়ে একটি ছোট ডিসি ফ্যান (৮ ইঞ্ছি) এবং এবং একটি ১৫ ওয়াট এসি লাইট চালাচ্ছি
কিন্তু আমি লাইটের তার প্রায় ২.৫ মিটার বড় করেছি(নতুন ২.৫ মিটার জোড়া দিয়ে) ,নতুন তারটি চিকন তাই ভাবছি
রেজিস্টেন্স বেশি হওয়ার কারনে হয়ত ব্যক আপ টাইম কমে এসেছে? (মাত্র ৪০-৪৫ মিনিট)
অন্য সেট ঠিক আগেরটার মত (একটি ছোট ডিসি ফ্যান (৮ ইঞ্ছি) এবং এবং একটি ১৫ ওয়াট এসি লাইট) যেখানে
কোন নতুন তার জোড়া দেওয়া হয় নাই সেটি একদম ঠিক আছে।
উভয় ক্ষেত্রেই পুরান তার প্রায় ৪ মিটার লম্বা এবং ব্যক আপ টাইম মিনিমাম ২.৫ ঘন্টা
হওয়ার কথা
আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চলছি
চিকন তারের রেজিস্টেন্স বেশি হওয়ার কারনে ব্যক আপ টাইম কমে যাওয়ার কোন কারন থাকার কথা নয়।
আমার মনে হয় আপনার ব্যাটারি এম্পিয়ার কমে গেছে অথবা ব্যাটারি ভালভাবে চার্জ হচ্ছেনা।