Fan একটু ঘোরেই বন্ধ হয়ে যায়, পিসি অন হয় না।

পাওয়ার অন করার সুইচ টিপলেই প্রসেসরের উপরের ফ্যান এবং ক্যাসিনে লাগানো কুলার ফ্যান সামান্য ঘোরেই বন্ধ হয়ে যায়। সামান্য বলতে ১ বা ২ সেকেন্ড।

পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা কিনা জানি না তবে প্লাগ লাগানো অবস্থায় ইউএসবি পোর্টে মাউস লাগালে মাউসের লাইট জ্বলে।

পাওয়ার অন করার সুইচে সমস্যা আছে কিনা বুঝতে পারছি না। তবে সুইচ খুলে টেস্টার দিয়ে পাওয়ার অনের দুইপিনের মাঝখানে দিয়ে কানেক্ট করেছি। এভাবেও নাকি অন করা যায়। কিন্তু এবারও ফ্যান ১ সেকেন্ডের জন্য ঘোরে থেমে গেছে।

মোটামুটি একটা ঝামেলার মধ্যে আছি। অনই হচ্ছে নাহ!!! কিছুদিন আগে হার্ডডিস্কও সমস্যা করছিল। অন করার পর অন হয়ে বুট করার সময় Some File Missing বলতো। মে বি হার্ডডিস্কটা গেছে।  হার্ডডিস্ক পাচ্ছে না বলে অন হচ্ছে না তাও বুঝতে পারছি না।

এখন কি করা যায়? এক দোকানে সমস্যা বলছি উনি বলছে পাঁচ শত টাকা লাগবে সার্ভিস চার্জ হিসেবে। এছাড়াও যদি এক্সট্রা কোন পার্টস লাগানোর প্রয়োজন হয় সেটারও খরচ দিতে হবে। তাই এখন অনিশ্চয়তায় আছি।

অভিজ্ঞ কেউ থাকলে পরামর্শ দিন কি করা যায়। এটলিস্ট এটা বলুন যে সমস্যা কোথায় হয়েছে। টেকটিউনসে টাবলসুটারে এক্সপার্ট এমন মেম্বারের অভাব নাই-এটা শিউর।

সার্ভিসিংয়ের দোকান বাসা থেকে অনেক দূরে হওয়ার পরিবহন সমস্যার কারণে এতো বড় সিপিউটা বহন করে নিয়ে যেতে ইচ্ছা করছে না। প্লিজ, হেল্প করুন। অনেক বেশি উপকৃত হবো।

 

অগ্রিম ধন্যবাদ।

Level New

আমি কাইফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Old post. Mone hoi eto din e problem thik kore felesen.
Eta power supply er problem. Change it. It will solve automatically.
Tobe onek somoy dekha jai processor er Fan loose thakle ei problem hote pare