টেকটিউনস এর অভিজ্ঞ সকল ভাই এর কাছে সাহায্য চাচ্ছি

সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন। আমি ও ভালো আছি। অনেকদিনপর  এক টিউন করতে বললাম। আজকের টিউন টা আমি শুধু মাত্র আপনাদের কাছে সাহায্য পাওয়ার জন্য করছি।

টিউনটি করার আগেই বলতে চায় যদি আপনার টিউনটি ভালো না লাগে বা সাহায্য না করতে চান তাহলে দয়া করে খারাপ টিউনমেন্ট করবেন না।

আর এডমিন ভাইদের বলছি যে, ভাই টিউনটি যদি ভালো না হয় তাহলে পেন্ডিং করেন না বা টিউনারশীপ বাতিল করেন না। আজকে আমি শুধু আমার সাহায্য এর জন্য টিউন টি করছি।

 

যাইহোক কয়েকদিন আগে আমার কম্পিউটারের গাতি কমে যাওয়া আমি কম্পিউটারে Windows দিই। তারপর সব ‍ঠিক হয় কিন্তু কিছু সময় পর পর একটা মেসেজ আসছে।

মেসেজ টির Screen Short দিচ্ছি।

এটা আসছে যদি কেউ জানেন কারণটা কি তাহলে অবশ্যই টিউনমেন্ট করবেন দয়া করে।

আমি আশা করি আপনারা আমাকে সাহায্য ও সহযোগিতা করবেন। কিন্তু আমি  আবার ও বলছি দয়া করে কেউ খারাপ টিউনমেন্ট করবেন না যদি লেখায় ভুল থাকে তাহলে সেইগুলো আমাকে বলবেন। আর পৃথিবীর সব মানুষ এরই-কিছু না কিছু ভুল হয়ে থাকে। আমি ও তো মানুষ যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।

 

 

 

আমি আশা করি আপনারা আমাকে সাহায্য ও সহযোগিতা করবেন। কিন্তু আমি  আবার ও বলছি দয়া করে কেউ খারাপ টিউনমেন্ট করবেন না যদি লেখায় ভুল থাকে তাহলে সেইগুলো আমাকে বলবেন।

 

Level 0

আমি শাহিদ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই, খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ভালবাসি কম্পিউটার সংক্রান্ত নতুন কিছু শিখতে। আমার মতে, আমার শেখা তখনই স্বার্থক হবে যখন সেটা আমি আরেকজনের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jibonre   
Level 2

যদি এই ম্যাসেজ তা উইন্ডোস ভিস্তা তে হয় তাহলে ফ্রেশ উইন্ডোস ইনস্টল করুন।
এর কোনো সল্যুশন নেই , যদি উইন্ডো ৭ বা ৮ হয় তবে
control panel > programs, and uninstalled Bing desktop and Bing toolbar
ইটা করলে বিরক্তিকর BSvc প্রসেসর ERROR বার্তা কাজ করা বন্ধ করে..

    ভাই একটু বিস্তারিত বললে আমি উপকৃত হতাম। দয়া করে একটু বিস্তারিত বলেন ভাই।

আপনার ইন্সটলশনে প্রবলেম আছে মনে হয়। ম্যাসেজটা লিখে গুগলে সারচিং করে দেখুন।