হেল্প মি প্লিজ!!! ল্যাপটপ এর হার্ডডিস্ক প্রবলেম, অভিজ্ঞরা প্লিজ হেল্প করেন।

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এমন টিউন করা জন্য, বিপদে পরেছি, তাই টিউন করতে বাধ্য হলাম।

প্লিজ আমাকে হেল্প করেন। আপনাদের সাহায্য প্রার্থী।

গতকাল রাত থেকে আমার হার্ডডিস্ক এর প্রবলেম দেখাচ্ছে, ল্যাপটপ ওপেন করার সাথে সাথে একটা ওয়ার্নিং দিচ্ছে এবং হার্ডডিস্ক ব্যাক-আপ দিতে বলতেছে। যতবার ল্যাপটপ ওপেন করতেছি, ততবার ই  এই প্রবলেম টা দেখাচ্ছে। নতুন করে windows সেটাপ দিলাম কাল রাতে, কাল রাতে এবং আজ সকালে এই ওয়ার্নিং টা ছিলো না, একটু আগেই আবার এই ওয়ার্নিং। নিচে তার ১টা পিক দিলামঃ

এই সমস্যা টা কেনো হচ্ছে? কিভাবে এর সমাধান করতে পারি?

১৫-২০ দিন আগেও এমন হয়েছিলো, তখন সম্পুর্ন হার্ডডিস্ক ফরমেট দিয়েছিলাম, তারপর ঐ ওয়ার্নিং টা আর দিত না। কাল হঠাত আবার এই ওয়ার্নিং!!!!!!

আগের বার আমার ২বছরের অনেক কিছুই ডিলিট হয়ে গেছে, আমার অনেক স্মৃতি হারায় গেছে। এইবার ও অনেক কষ্টে অনেক কিছু কালেকশন করছি, বার বার এমন হওয়ার হাত থেকে মুক্তি পেতে চাই।

ল্যাপটপ টা খুলে পরিষ্কার করা হয়নি কেনার পর থেকে একবার ও, আরাই বছর হয়ে গেলো, এইটা কি এই সমস্যার একটা কারন? সার্ভিসিং এর ঝামেলায় না গিয়ে কি এইটা ঠিক করা যাবে?

অভিজ্ঞরা প্লিজ আমাকে হেল্প করবেন, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, কি করলে এইটা আর পুনরায় হবেনা?

আপনাদের মুল্যবান সাহায্যের অপেক্ষায় থাকলাম।

আমার স্কাইপ আইডিঃ  yean.hossain

Level 0

আমি ইয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার জানামতে হার্ডডিস্ক সার্ভিসিং করানো যায় না। হার্ডডিস্ক খুব দ্রুত ক্রাশ খেতে পারে। দরকারি ফাইল তারাতারি অন্য কোথাও রেখে দিন। এর কারন আমার জানা নাই, তবে ভাইরাস, ড্রাইভ সব সময় লোড করে লাল করে রাখা, সি ড্রাইভে স্পেস কম রাখা, সি ড্রাইভ এ উইন্ডোস এর ফাইল বাদে অন্যান্য ফাইল দিয়ে সি ড্রাইভ লোড করে রাখা কম্পিউটারের জন্য ক্ষতিকর।

এখন কি হার্ডডিস্ক টা চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নাই?

পার্টিসান ভেঙ্গে নতুন করে দিন। কাজ হতে পারে।