প্রথমত,
টেকটিউনে নতুন একটা বেক্তিগত অ্যাকাউন্ট খুলতে প্রথমেই যে প্রবলেম ফেস করলাম তা হল আমার নাম Abdullah Ether। নামে " bd " Alphabet থাকায় এই নামে ইউজার অ্যাকাউন্ট খোলা যাবে না। কিন্তু আমার অন্যান্ন ব্লগের মতই এই ইউজার নেম রাখলে মনে রাখার জন্য সুবিধা হত। নিরুপায় হয়ে EtherKhan ইউজার নেম হিসাবে দিলাম। আমি মনে করি "টেকটিউন" কে এই বিষয়টি আরেকবার ভেবে দেখলে ভালো হয়।
দ্বিতীয়ত, আমার মেইল অ্যাডড্রেস " [email protected] " এই ঠিকানায় সাইন আপ করার পর টেকটউন কনফার্মেশন মেইল এ ক্লিক করে একাউন্ট অ্যাকটিভ করতে বললো, কিন্তু আমি কোনো মেইল ই পাইনি। রি-ফ্রেশ ও রি-লগ ইন করেও না। তারপর শেষ চেস্টা করতে টেকটউন এ আবার এই ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড ম্যাচ করছে না বলে উপরোক্ত মেইল দিয়ে রিকভার এ ক্লিক করলাম। না এবারও কোনো রিকভারী মেইল আসেনি আমার মেইলে। আমি আবার সেইম নামে অ্যাকাউন্ট খোলার জন্য চেস্টা করলাম, টেকটিউন জানালো এই নামে অলরেডি অ্যাকাউন্ট করা হয়েছে। সো এটা সিওর আমার একাউন্ট করা হয়েছে। কিন্তু কোনো মেইল যায়নি।
উল্লেখ্য, আমি স্পাম, সহ সকল সোসাল,প্রমোশনাল,ই্ত্যাদি মেইল চেক করেছি। কোনো মেইল-ই পাইনি।
টেকটিউনকে যথাযথ ব্যাবস্থা গ্রহনের অনুরোধ করছি এবং আমার নামে ইউজার নেম সম্ভব হলে করে দেবার অনুরোধ করছি।
ধন্যাবাদ, টেকটিউন ও পাঠক সকলকে..।
দোয়া করুন। আমি কামব্যাক করছি প্রায় দেড় বছর পর আপনাদের সামনে দারুন কিছু নিয়ে আসার প্রত্যয়ে। বেক্তিগত আব্দুল্লাহ ইথার খান ও বিজনেস আফিআ মাল্টিফারিয়াস বিজ এই দুটি অ্যাকাউন্ট এর সাথে। সাথে থাকুন।
আমি AfiA Multifarious Biz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার, ইন্টারনেট সার্ফিং, ব্লগিং এর প্রতি বিশেষ এক আকর্ষন বোধ করি। কম্পিউটারসহ বিভিন্ন ব্যাবসার পাশাপাশি ব্লগিং এর এই প্লাটফর্মে নিজের ভেতরকার জ্ঞানের দ্বারা আপনাদের যদি সামান্য উপকারে আসি তবে সেটুকুই আমার প্রাপ্তি। আপনাদের নিকট দোয়া কামনা করছি।
ধন্যবাদ । মেইল পেয়েছি।