আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চলছি
প্রথমে Start menu থেকে Control Panel-এ যান, এখান থেকে AutoPlay সিলেক্ট করুন, না থাকলে উপরে বাম পাশে লেখা দেখবেন View by: Category দেয়া আছে, এটা Change করে Large icon করুন। এর পর Auto Play অবশ্যই পাবেন। এবার এখান থেকে আপনার প্রয়োজনীয় ঘর গুলোতে যেগুলোর Auto Play আপনি বন্ধ করতে চান, সেই ঘরগুলোতে Ask me every time সিলেক্ট করে Save করে চলে আসুন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে।