এই ফেসবুক account টি আমার ভাইয়ের।উনি এটি বাংলাদেশে খুলেছিলেন।এখন দেশের বাইরে আছেন।account টিতে এখন লগইন করলে verify করতে বলে।এখন কি উনি account আর ফিরে পাবেন না?
দয়াকরে কেউ সাহায্য করুন।আর একটি কথা নতুন কোন account এই সমস্যা যেন না হয় এজন্য কি করতে হবে।
আমি আসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ওই ভাই যে passward দিয়েছিলেন ,সেই passward -এ আপনাকে দিতে হবে , মনে না থাকলে ওপেন হবে না। আর যদি মনে না থাকে তবে “Forget passward’ এ গিয়ে উনি যে ইমেইল নম্বর দিয়েছিলেন সেটি box -এ লিখলে উনার ইমেইল-এ verification code বা নতুন passward ফেসবুক পাঠাবে। অতা দিয়ে আপনাকে লগইন করতে হবে।
আমাকে যে ৫টি প্রশ্ন করেছিল তা ৫টি ছবি দিয়ে বলে এই ছবিগুলো কে ট্যাগ করেছিল তাদের নামের পাশে টিক দিতে।কিন্তু আমি আমার একাউন্ট এবং ভাইয়ের ই মেইল থেকে দেখলাম তাকে মাত্র একটি ছবি ট্যগ করা হয়েছে।কিন্তু এই ছবিগুলো ফেসবুক কোথায় থেকে দিচ্ছে কিছুই বুঝতে পারছি না।
আপনাকে এই প্রোফাইল এর সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন করবে বলেছিল। আপনি কি প্রশ্নের জবাব দিয়ে দেখেছেন?দিয়ে থাকলেও আমি সিউর সব গুলো পারেন নাই, তাই না? একটা উপায় ই আছে এমন অবস্থায়, বার বার এচ্ছা করে উত্তর গুলো ভুল করেন, একটা সময় ফেসবুক বলবে আমাকে আপনার ই -মেইল এড দিতে রি পাসোর্ড েকটিভ করতে, তখন আপনার ই-মেইল আই,ডি দিন একটা লিংক যাবে আপনার কাছে নতুন পাস দিয়ে নরমাল ভাবে অপেন করে নেন। ঝামেলা শেষ। ধন্যবাদ
এমন হবার কারন :- আপনার IP এড্রেস চেন্জ হলে এমন হয়ে যাবে। মনে করুন আপনে বাংলাদেশের কনো সার্ভার ইউস করছেন, পরে অন্য কনো দেশের সার্ভার ইউস করলে এমন হবেই। সার্ভার মানে প্রোক্সি সার্ভার ও হতে পারে, অথবা আই,পি হাইড করলেও হতে পারে।
আপনার ওই ভাই যে passward দিয়েছিলেন ,সেই passward -এ আপনাকে দিতে হবে , মনে না থাকলে ওপেন হবে না। আর যদি মনে না থাকে তবে “Forget passward’ এ গিয়ে উনি যে ইমেইল নম্বর দিয়েছিলেন সেটি box -এ লিখলে উনার ইমেইল-এ verification code বা নতুন passward ফেসবুক পাঠাবে। অতা দিয়ে আপনাকে লগইন করতে হবে।