প্রায় ৩মাস আগে আমি একটি TP-link (Model: TL-WN727N) এর ১টা Wi-Fi Adapter কিনে ভালই চালাচ্ছিলাম ১মাস আগে হটাত করে সেটার ত্রুটি দেখা দেয় আমার কাছে, ত্রুটিটি ছিলো ঠিক এই রকম যে,
যখন আমি আমার Adapter-টি পিসির USB port-এ প্রবেশ করাই তখন সেইটির Driver Install হয়না, আমি আমার রুমমেট থেকে শুরু করে মেসের সবার পিসিতে Adapter-টি পিসির USB port-এ প্রবেশ করাই কিন্তু ফলাফল একই।তখন নিজেই আবিষ্কার করলাম ১০০% যে আমার এই Device-এ সমস্যা আছে।
যাইহোক, যেহেতু Device-টির Warranty ছিলো সেহেতু আমি সেটা দোকানে জমা দিয়ে আসলাম। ২সপ্তাহ পর আমাকে সেটা Back দেয়া হলো। Device-টি এনে যেটি লক্ষ্য করলাম আগে একটু ভাল ছিলো এখন মনে হয় একেবারেই Dead হয়ে গেছে। মানে,যখন আমি আমার Adapter-টি পিসিতে USB port-এ প্রবেশ করাই তখন সেইটির Driver Install হওয়া তো দূরের কথা, কোনো ১টি নুতন/পুরাতুন Device USB port-এ প্রবেশ করালে পিসিতে Driver Install হবার যেই Processing টি আরম্ভ হয় সেটি হচ্ছিলনা এবং কোনো ১টি Device USB port-এ প্রবেশ করালে সাউন্ড হয় সেটিও আর হচ্ছেনা। আবার দোকানে দিয়ে আসলাম,
Again,২সপ্তাহ পর আমাকে একেবারে কোনকিছু না ভেবে আমাকে তারা New Intact একটি ডিভাইস Back দিয়ে দিলো এবং আমি তো মনের আনন্দে সেটি বাসায় নিয়ে আসলাম।
অতঃপর, আগের সেই Problem Faced করলাম।
আমার বিশ্বাস New এই Device-এ কোনো প্রব্লেম নাই।
আমার পক্ষে যতদূর পর্যন্ত আমি দৌড়ায়লাম কিন্তু আশাজনক কোন ফল পেলাম না।
১। নতুন করে Windows7 Install দিলাম.(অন্তত ৩বার দেয়েছি)
২। Internet Connect করে Windows Update দিলাম।
৩।DriverMax নামক ১টি Software-এর মাধ্যমে Driver Update করলাম। তাতে কিছুটা হলেও Result পেয়েছি। মানে হচ্ছে এবার driver-টি install নিয়েছে।কিন্তু connection-এর জায়গায় কোনো কিছুই আসলো না। একদম ফাঁকা হয়ে আছে।
কিন্তু connection-এর জায়গায় কোনো কিছুই আসলো না।
৪/ এমনকি জনপ্রিয় My Wifi Router সফটয়্যার দ্বারা চেষ্টা চালিয়েছি কিন্তু কাজ হয়নি।
আমি মাহাবুব আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ভাগ্য খারাপ