আপনারা কেমন আছেন ?ভালোত ? কেউ দয়া করে এই টিউন এড়াবেন না ? কারন এই রকম ভোগান্তির শিকার নতুনরা হতে পারে। আপনারা হয়ত অনেকে পেওনিয়ার মাস্টার কার্ড পেয়েছেন।হা আমি ও পেয়েছি কিন্তু শুধু একাউন্ট এই শো করছে।
আমি পেওনিয়ার মাস্টার কার্ডে গত বছর অ্যাপ্লাই করি। এক মাস পর ভেরিফাইড হই। তারপর তারা আমার দেয়া ঠিকানায় প্রথম কার্ড সেন্ড করে। ৩ মাস ওয়েট করার পর লাইভ চ্যাট করি এবং নতুন কার্ড অ্যাপ্লাই করি। আবার ৩ মাস ওয়েট করি কই কার্ড ? পিয়ন ভালো পরিচিত। তারে প্রতি সপ্তাহে জিজ্ঞাসা করি। সে বলে যে সে ধরনের কোন কিছু আসে নাই।
আবার পেওনিয়ার সাপোর্ট টিমের সাথে চ্যাট করি। তার বলে কার্ড পাঠাইছে। কিন্তু অবশেষে ৩ নং কার্ড অ্যাপ্লাই করি তা শীপমেন্ট অবস্থ্যায় আছে এবং ৭ দিন পর আমার ই-মেইল এ দেখি যে ৪ নং কার্ড approve হইছে।তখন আবার লাইভ চ্যাট করি। তারা জানায় যে, টেকনিক্যাল সমস্যার জন্য আপনি আরও একটি কার্ড পেয়েছেন এবং ২ টা কার্ডই আপনার একাঊন্ট এ আছে। যদি আপনি কার্ড গুলি পান। এক্টিভ করবেন কোনো সমস্যা হবে না।
আমার প্রশ্ন টেকিদের কাছে। আমি কি দুইটা কার্ড একসাথে ব্যবহার করতে পারব ? যদি বা পারি আমার একাউন্ট থেকে বছরের কি প্রতি কার্ডের চার্জ নেবে?
আর আমি কি দুইটা কার্ডই পেপাল এ অ্যাড করতে পারবো?
আপনাদের ধন্যবাদ।আর টিটি এর প্রব্লেম রেফার লিঙ্ক দেয়া জায়না।
আমি শাকিল প্রধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিতা কন ভাই ? ৩টা নেটকার্ড আছে । আপনার লাগবো নাকি ?
নেটকার্ড দিয়ে কি পেপালে হাল চাষ হয় না কি?