বার বার ইউজার নেম,পাস ওয়ার্ড দেয়ার ঝামেলা থেকে মুক্তি চাই।

আমি অনেকদিন ধরেই ফায়ারফক্স ব্যবহার করে আসছি। ফায়ারফক্সের নিরাপত্তা আমার কাছে খুবই সুরক্ষিত মনে হয়। বিশেষ করে''Offer to save passwords'' অপশন চালু করে রাখলে ভবিষ্যতে বার বার আর ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করা লাগে না । কিন্তু এই অপশন চালু করে রাখার পড়েও আমাকে বার বার ইউজার নেম ও পাসওয়ার্ড টাইপ করতে হচ্ছে,কারন ইউজার নেম,পাসওয়ার্ড টাইপ করলে অটো সেভ করে নেয়ার কথা ,কিন্তু এটা হচ্ছে না। তাই টেকটিঊনে, আমার ইয়াহু মেইলে ইত্যাদি সাইটে বার বার ইউজার নেম,পাসওয়ার্ড টাইপ করতে হচ্ছে। এ থেকে মুক্তি পাবার জন্য গুগল ক্রোম,অপেরা ব্যবহার শুরু করেছি।কিন্তু এখানেও কোন সমাধান পাচ্ছি না।
আরেকটা ব্যাপার। অনেকদিন ধরেই আমি ফায়ারফক্স ব্যবহার করে আসছি। বেশ কিছু দিন ধরে এই ব্রাউজার ওপেন করার জন্য ক্লিক করার অনেক পরে ফায়ার ফক্স ওপেন হয়। সেই তুলনায় ক্রোম,অপেরা খুব দ্রুত ওপেন হয়। এটার কারন কি? এখন এটা ছাড়তেও পারছি না ফায়ারফক্সের জটিল কিছু এড-অন এবং আরো অনেক সুবিধার জন্য। কিন্তু ফায়ার ফক্সের চেয়ে ক্রোম এবং অপেরা আমার কাছে অনেক দ্রুতগতির মনে হয়েছে।

Level 0

আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস