mobi.techtunes.io কাজ করছে না বহুদিন হল(দৃষ্টি আকর্ষন করছি ADMIN ভাইদের)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলার জনপ্রিয় টেকটিউনস এ মাঝে মাঝে কেন এত অবহেলা সৃষ্টি তৈরি করা হয় জানিনা। প্রায় তিন কোটি সাড়িয়ে গেছে আমাদের টেকটিউনস এর ব্যবহারকারিরা।তার মধ্যে সকলের ল্যাপটপ,ডেস্কটপ নেই অধিকাংশ ব্যবহার কারিগন টেকটিউনস মোবাইলের বিভিন্ন প্লাটফর্ম থেকে ভিজিট করে নিজের জ্ঞান আহরন ও বিচরন করেন।যার মধ্যে আমি একজন।তাছাও সব সময় ল্যাপটপ কিংবা ডেস্কটপ এ বসা যায়না সময়ের অভাবে,কিন্তু মোবাইল থেকে (স্মার্টফোন বা জাভা বা সিম্বিয়ান ইত্যাদি) যেকোন যায়গায় চট করে টেকটিউনস এ ভিজিট করা যায় যা অনেক ব্যবহার সুলভ।

আমি এবং আমাদের সকলে বীনিত আবেদন টেকটিউনস ডেস্ক বা এডমিনেরকাছে ,http://mobi.techtunes.io আবার চালু করা হোক,যাতে আমরা মোবাইল থেকেও ভিজিট করতে পারি।

Level 2

আমি মোস্তফা তানিম অনিক। SOFTWARE ENGINEER, DSPLACE, MIAMI। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি চেস্টা করি আপনাদের কিছু টিপস দেওয়ার জন্যে যেটা বাস্তবিক জীবনে কাজে লাগবেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইয়েস মোবাইল ভার্সনটা চালু করা হোক!

eta amarou dorkar

মোবাইল ভার্সন চালু করা হলে হয়তো এটা বলতে পারেন যে বিঙ্গাপন ও এক্সট্রা জিনিস এরিয়ে যেতে পারবেন । কিন্তু সবসময় তো এটা কাজের নয় । যেমন জাভা মোবাইলের অপেরা দিয়ে mobi.tec……এ গেলে লগইন করা যায় না । তাই কোন পোষ্টে কম্মেন্টও করা যায়না বা পোষ্ট প্রিয়তেও নেয়া যায় না । এ সমস্ত অসুবিধার কারনেই হয়তো এটি বন্দ করে দেওয়া হয়েছে । এবং মনে হয় উক্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এটা চালু হবেনা আর চালু হওয়া উচিত্‍ও নয় ।

আমি ও একই সমস্যায় ভুগছি