আপনার একটি পদক্ষেপ,একজন লিটনের প্রতিবাদ বদলে দিতে পারে এ জরাময় পৃথিবীকে

আমি জানি টেক্টিউন্স একটি আইটি কমিউনিট গ্রুপ তবুও মনে হচ্ছে আইডি যায় তো যাক তবুও এটা নিয়ে দুটো কথা না বললেই নয়।
আমি জাতের কথা তুলব না, তুলব না ধর্মের কথা, বলব না তোমরা অসাম্প্রদায়িক হয়ে যাও। সুশীল সমাজের
চোখে আজ ধার্মিক মানেই জঙ্গী। জানি না কেন অসাম্প্রদায়িকতার প্রশ্ন টেনে কেন
সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়া হয়। শুধু বলব পহেলা বৈশাখের এ মঙ্গল শোভাযাত্রা মোটেও মঙ্গলজনক
নয়। আজ জানি আমাদের মাঝে কিছু লিটন নন্দী প্রয়োজন। এও জানি আমজনতার মাঝে কবি সুকান্ত
ভট্টাচার্য্যের আঠারো বছর বয়স কবিতার মত হাজার লিটন নন্দীর চেতনা ব্যগ্র হয়ে উঠে বেরিয়ে আসার
জন্য। আমাদের শুধু উচিত তাদের পাশে দাঁড়ানো। কিন্তু চিরদিন সুশীলতার গান গেয়ে আসা মুক্তমনারা
কি করেছিল জানেন? তাদের গ্যালাক্সি ক্যামেরা বের করে ক্লিক ক্লিক শব্দে ভরিয়ে তুলেছিল
টিএসসি চত্বর। তরুণীর আর্তনাদ ক্যামোফ্লেজের ক্লিক শব্দে চাপা পড়েছিল। যৌন লোলুপ দৃষ্টির
ক্যামেরার ফ্লাশের কাছে ঢাকা পড়েছিল তরুণীর চোখের করুণ আকুতি। যারা সেদিন ক্যামেরা হাতে
দাঁড়িয়েছিল সবাই ছিল বাঙ্গালিমনা বৈশাখী পোশাকে বাঙ্গালির ধারক ও বাহক। দরকার নেই
আমাদের বাংলার এ যৌন সুড়সুড়ি দেয়ার লজ্জাকর ঐতিহ্য। আমরা মানুষ চাই, বাঙ্গালি নয়। ঘটনার সময়
উপস্থিত পুলিশ দুই গিলটিকে ধরে নিয়ে যায়। কিন্তু পরদিন সকালে তাদের আর জেল হাজতে দেখা যায়
নি।সোনার ছেলেরা বের হয়ে গেছে জেল থেকে। এখবর নিশ্চয়ঈ লিটন নন্দীর কানেও
যাবে। পরবর্তীবার কী লিটনরা বলবে "আমার হাত ভেঙে দিন তবুও মেয়েটার কিছু করবেন না"!! হয়তো
বলবে না কারণ সে জেনে গেছে এ বাংলারবুকে লিটন নন্দীর চেয়ে অই অপরাধী সোনার ছেলেদের
দাম অনেক বেশী।কিন্তু না এবার আমি সিদ্ধান্ত নিয়েছি লিটন নন্দী হতে না পারি, কিন্তু লিটন
নন্দীর পাশে দাঁড়াতে পিছপা হব না। নারীর বুকের ওই উচুঁ মাংসপিণ্ডটুকুই শুধু আপনার নজরে আসলল??সে
মাংসপিন্ডের আড়ালে যে মন নামক অদ্ভুত অপার্থিব স্বর্গীয় অস্তিত্বে একজন সন্তানের জন্য তার
স্বামীর জন্য একটি পরিবারের জন্য অসীম স্নেহের সাগরের অস্তিত্বটা আপনি বেমালুম ভুলে গেলেন???
না আমি ভুলিন নি। এবার আপনার পালা, আপনি কতটুকু মনে রাখতে পারেন সেটাই এখন আপনার কাছে
পৃথিবীর চ্যালেঞ্জ।

Level 0

আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস