টেকি ভাইগণ, উইন্ডোজ চালাতে একটু হেল্প করেন। আমি ডুয়েল বুটের সাহায্যে উবুন্টু 12.04 ও উইন্ডোজ 8.1 চালাই। কিন্তু কোন কারন না দেখিয়ে উইন্ডোজ চালু হচ্ছেনা। বুট হবার পর একটা মেসেজ দিচ্ছে- "Interactive sign in process initialization has failure. Please check the event log for details." রিপেয়ার করার মতলবে সিডি লাগাইলাম। কিন্তু ঠিক হতে চাচ্ছেনা বেটা। বলে Startup Repair couldn't repair your pc. শেষ লাইনে বলছে Log file: C:\windows\system32\logfiles\srt\srtTrail.txt. আমি এখন কি করবাম বাহে?
আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম। আমি আশরাফ, বাড়ী চাটগাঁ। আমার তেমন কোন উচ্চাকাঙ্খা নাই, তাই চাকরি ছেড়ে মাস্টারি করি। জাতি গড়ার কারিগরের ভূমিকা (নামকাওয়াস্তে, শিক্ষকের মূল্য দপ্তরির চেয়েও কম)।