আমার w68 কোন ভাবেই রুট করতে পারছি না টেকটিউনার ভাইদের কাছ থেকে আশা করি একটা সমাধান পাবই??

আমি দের বছর যাবৎ samphony w68 সেটটি ব্যাবহার করছি এবং এটার যাবতীয় সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করেছি।
আমি দীর্ঘদিন সেটটা রুট করেই ব্যাবহার করছিলাম। মাঝে অনেক বার রুট এবং আনরুট করেছি। কিন্তু হঠাৎ করে কি যে হলো আর রুট করতে পারছি না। কেউ যদি একটা সমাধান দিতেন তাহলে খুব উপকার হত।

Level 0

আমি আকরাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি সেট রিসেট করে kingroot ব্যবহার করে দেখতে পারেন… আর এ ধরনের প্রশ্নের জন্য W68 এর Facebook Group এ জয়েন করুন… 🙂

আর দয়া করে টেকটিউনসের মতো বড় একটি ব্লগে এসব পোস্ট করা থেকে বিরত থাকুন
.

@শাহরিয়ার হাসান ইমন: ভাই আমি এধরনের সবগুলো পদ্ধতিই ট্রাই করে দেখেছি কিন্তু কাজ হচ্ছে না।
আর টেকটিউনে একটি বিভাগই আছে সাহায্যের জন্য।
সেই কারনেই আশা করে সাহায্যটা চেয়েছিলাম। kingroot, framaroot,iroot, towelroot এগুলো কোনটি দ্বারাই কাজ হচ্ছে না। ভাল কোন পদ্ধতি যদি জানা থাকেলে বলতে পারেন যেগুলোতে কম্পিউটার লাগে না।

এখান থেকে ফাইল টা ডাউনলোড করুন https://drive.google.com/file/d/0B6easivLPiUISXpmQVpkNFljZ2M/view?usp=sharing তারপর extract করে ডেক্সটপ এ রাখুন তারপর আপনার মোবাইল টা USB connection দিয়ে developer option চালু করুন । এবার ভিতরে থাকা run.bat ফাইল টা ওপেন করুন তারপর press any চাইলে যে কোন ১ টা বাটন এ চাপ দেন । আপনার সেট root হয়ে যাবে ।

কোন সমস্যা হলে http://www.facebook.com/swaponmahmud

ও আর ১ টা কথা developer option থেকে usb debbuging অন করতে হবে

    @স্বপন মাহমোদ:
    framaroot দিয়ে রুট করতে গেলে “”Half-Success :-/ …system partition is read-only , use local. prop trick”
    এটা দেখাচ্ছে। আমার pc নেই। মোবাইল থেকে এটার কোন সমাধান করা যাবে কী??

যদি রিকভারি CWM or TWRP দেয়া থাকে তবে লেটেস্ট su 2.46.zip টা ফ্লাশ দেন 🙂

Reed this, here you will get both method of rooting & unrooting. https://www.techtunes.io/android/tune-id/352131