টেকটিউনসের একজন নিয়মিত ট্নিউনার না হলে ও নিয়মিত পাঠক বটে।তবে মাঝে মাঝে যে, টেকটিউনসে কিছু না কিছু লিখি তা আমার প্রোফাইল দেখলে বুঝবেন।আজ টেকটিউনসের পেপাল বিষেষজ্ঞদের কাছে একটু হেল্প চাই।আমার একটা ভেরিফাইড পেপাল এ্যাকাউন্টের খুব দরকার।কীভাবে কী করব তা শুধু বলে দিলেই পারব, তবে ক্যেউ করে দিলে তো কথাই নেই।যেহেতু পেমেন্ট আনব তাই নিজে গুগোল থেকে টিপস নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছি না। আশা রাখি কেউ একজন সাহায্যের হাত বাড়াবেন ।ধণ্যবাদ
আমি ঝিঝি পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।