আমার স্যামসাং গ্যালাক্সি A3 কোন ভাবেই 71% এর উপরে চার্জ করতে পারছি না। চার্জার পরিবর্তন করে, মোবাইল অফ করে, অন করে সব ভাবেই চেষ্টা করেছি কিন্তু কাজ হচ্ছে না। ৭১% হবার পর দেখায় যে চার্জ হচ্ছে কিন্তু আসলে চার্জ এর উপরে উঠে না। আমি সারারাত চার্জ দিয়ে রেখেও চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয় না। প্লিজ কোন সমাধান দেন।
আমি রানা সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.youtube.com/mvideosr24
সাহায্য চেয়ে এভাবে টিউন করা টা বোধহয় ঠিক হলো না। যাহোক অন্য কারো কাজে লেগে যেতে পারে। প্রবলেম টা চার্জার বা ব্যাটারী তে না । সমস্যা আপনার ডিভাইসে। রুট করা থাকলে এর কারনে হতে পারে। নাহলে সেটের সফটওয়্যার এর কোন প্রবলেম সম্ভবত। আপনার ওয়্যারেন্টী থাকলে সেন্টারে নিয়া যান, না থাকলে ভালো কোথাও থেকে সেট ফ্ল্যাস দেয়ান, আশা করা যায় ঠিক হয়ে যাবে।