আমার maximus MAX908 মডেল সেটের জন্য দীর্ঘ একমাস ধরে অক্লান্ত পরিশ্রম করেও অনেক খোঁজা খুঁজির পরও Lollipop 5.0 কাস্টম রম খুঁজে পেলাম না। যদিও বা কোথাও পেয়েছি কিন্তু ডাউনলোড করে ইন্সটল দেয়ার পর সেট বুট হয় না আবার কখনও বুট স্ক্রীন এসে লাফালাফি করে। শেষ পর্যন্ত টেকটিউনস এর কাছে হাত পাততেই হলো। কোন সুহৃদয় টিউনার যদি আমাকে হেল্প করতেন তাহলে অশেষ কৃতজ্ঞ থাকতাম। টেকটিউনস-এ এর আগে প্রকাশিত একটি টিউন থেকে আমি আমার আমার এই সেটটিতে স্যামসং গ্যালাক্সি এস-৪ এর কাষ্টম রম সফল ভাবে দিতে পেরেছি। এবংেএখন এটাই চালাচ্ছি। কিন্তু সামনের ক্যামেরা কাজ করছে না। ডায়ালারে লেখা কেটে যাচ্ছে।
প্লিজ maximus MAX908 মডেল সেটের জন্য Lollipop 5.0 কাস্টম রম সম্পর্কে কেউ টিউনস করলে আমরা এই মডেলের সেট ব্যবহারকারীগণ খুবই উপকৃত হতাম। প্রয়োজনে আমি রম বিষয়ক কষ্টের জন্য উপযুক্ত সম্মানী দিতে রাজি আছি।
আমি আজম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই একমত। ৯০৮ এর কিন্তু প্রচুর ইউসার।।
আর galaxy কাস্টম রমটা আমিও ইউজ করছি সেম প্রব্লেম।। Dialer আর ফ্রন্ট কেমরা