এডসেণ্স এর এড দেখাচ্ছেনা ,এখন কী করতে পারি ?

আমি একজন নতুন ব্লগার ।

আমি http://www.blogspot.com থেকে http://www.emuzonebd.blogspot.com নামের একটি ব্লগ খুলি । কিছুদিন পরে Blog এর Earnings থেকে Blog টির জন্য এডসেন্স একাউন্ট Add করি ।

কিন্তু আজ ৪ থেকে ৫ দিন হয়ে গেল এখনো কোনো এড দেখাচ্ছে না । এখন এই পরিস্থিতিতে আমার কি করণীয় তা বললে খুবই উপকৃত হতাম ।

সমস্যা গুলো দেখুনঃ

Earnings থেকে Adsense Account Add করেছি ।
Layout থেকে Chitika এবং Adsense Add করেছি
Layout >> Blog post থেকে Show adds between post এ টিক দেওয়া আছে ।
কিন্তু এতো কিছুর পরেও এডসেন্স এড দেখাচ্ছে না ।

আপনাদের সকলের সাহায্য কামনা করছি ।

আপনাদের ছোট সাহায্য একজন নতুন ব্লগারকে ঝরে পরার হাত হতে রক্ষা করতে পারে  ।

আমি আমার এই ব্লগ http://www.emuzonebd.blogspot.com  টিতে উপরোক্ত সমস্যায় ভুগছি ।

 

Updated : নুর আলম নয়ন ভাই , আমি এই কাজ গুলো করেছিলাম ।

এডসেন্স এর ভিতরের অবস্থা ।
এডসেন্স এর এড কোড ।
আমার ব্লগ এর কোড
তারপরেও আমি ব্যার্থ ।

 

আমি Google Ad-sense এ এই কাজগুলো করেছিলাম ।

Level New

আমি মোঃ তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কি গুগল এডসেন্স এর এপ্রুভাল পেয়েছেন? নাকি শুধু উইডগেট লাগিয়েছেন?

আমার মতে আপনার ব্লগের Keyword গুলো শক্তিলালি নয় | keyword পরিবর্তন করেন |

@মোঃখায়রুজ্জামান বাপ্পি স্প্যাম করতে করতে অতিরিক্ত করে ফেলেছেন। আপনার আইডি ভ্যান হতে পারে। @মোঃ তানভীর আহমেদ ভাই আপনি এডসেন্স সম্পর্কে এবং ব্লগার এর বিষয়ে একটু ঘাটাঘাটি করেন। আশাকরি শিখতে পারবেন।

@মোঃ তানভীর আহমেদ: আপনি খুলে বললে ভালো হত? আপনি কি এডসেন্স এর জন্য আপ্লাই করে এডসেন্স পেয়েছেন ।নাকি শুধু উইগেট ব্যবহার করে এড সো করাতে চাচ্ছেন ।আপনার যদি এডসেন্স একাউন্ট থাকে তাহলে account এ login করে create ad এ ক্লিক করে এড বানান ।তারপর তা কপি পেস্ট করুন আপনার সাইটে। যদি কোডের মধ্যে এই লিংক অর্থাৎ আপনার সাইটের লিংক ” http://www.emuzonebd.blogspot.com
না থাকে তাহলে জীবনে ও এড সো করবে না।