বিটিসিএল এর ব্রডব্যান্ড সার্ভিস ব্যবহার করেছেন বা করছেন এমন কেউ কি আছেন? আসলে তাদের সার্ভিস কেমন জানতে চাই? মডেমগুলা ভালো তো?
লাইনে কি তেমন কোনো সমস্যা আছে? ডাউনলোড কি আনলিমিটেড? টরেন্ট বা রেপিডশেয়ার কোনো কিছুতে কোনো লিমিটেশন আছে কি?
আর স্পীড যে ৫১২ কেবি/১ এমবি বলে আসলে কি সত্যি? সারাক্ষণি কি এই স্পীড পাওয়া যায়?
ব্যবহার করেছেন এমন কেউ জানালে আমার ধারণা আমার মতো অনেকেই উপকৃত হবে।
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
আমি প্রত্যেক্টার উত্তর হ্যা /না এর মাধ্যমে দিচ্ছি
১. জি
২. ৩.৫/৫
৩. ৪/৫
৪. ৪/৫
৫. জি
৬. ব্যবহার করে দেখিনি
৭. জি, কারন আমাদের এলিফেন্ট রোডের ফার্মে ১২৮ এর লাইনে ১৭-১৬ থাকেই
৮. মাঝে মাঝে সমস্যা হতে পারে
৯. এটি কিন্তু ফার্মের উপর সমীক্ষা, কারন আমি বাসায় ব্রডব্যান্ড ইউজ করি, ম্যক্সিমাম কাজ এখানেই মানে বাসায়ই করা হয়
ধন্যবাদ