আইপি ব্লক থাকলেও কিভাবে নির্দিষ্ট সাইটে ব্রাউজ করতে পারবো?

আমার অফিসে ফেসবুক, ইউটিউব ও ভিডিও সাইটগুলো ব্লক করা। এতদিন ব্যাপারটা গা সওয়া হয়ে গেছিলো। আজ সকালে এসে আবিস্কার করলাম অনলাইনে খেলা দেখার সাইটগুলো ব্লক করে দিছে। ঔদিকে বাংলাদেশ বনাম শ্রীলংকার চলছে। বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে পারবো না তা কী করে হয়? অফিসে এমন কোন প্রেসার নেই যে, খেলা দেখলে অফিসের কাজে মহা ক্ষতি হয়ে যাবে। খেলা দেখা আর কাজ করা দুইটাই একসাথে করা সম্ভব। কিন্তু কিভাবে কী? খেলা দেখার সাইটগুলোতে ব্লক। এই সমস্যা থেকে এখন পরিত্রানের উপায় কী? কেউ কি জানাবেন আমাকে?

Level 2

আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

apni jody browser theke simple dekhte chan tobe ssl server diya khelar site e dhoken, r jody eta valo na pan tobe vpn use koren, cyberghost vpn ta valo hobe

আপনি hideme.me এর মত অনলাইন সাইট ব্যবহার করে ব্লক সাইট ব্রাউজ করতে পারবেন । এছাড়া গুগল ক্রোমে “Hola Better internet” নামে একটা এক্সটেনশন আছে, যা দিয়ে আইপি হাইড (চেঞ্জ) করে আপনি ব্লক সাইট ব্রাউজ করতে পারবেন। আর তাছাড়া আছে iphiderpro এর মত আইপি হাইডিং সফটওয়্যার।

সবচেয়ে সহজ ও কার্জকর উপায় হচ্ছে, আপনি আপনার google chrome ব্রাউজার ওপেন করে এই>>>>http://is.gd/jIWiep এক্সটেন্সন ইন্সটল করেনিন আপনার google chrome এ। তার পর google chrome এর উপরে ডান পাশে HOLA এর সিম্বল দেখতে পাবেন। এতে ক্লিক করলে আপনার কাংখিত এড্রেস লিখে চলে যান ইন্টারনেট এর স্বাধীন দুনিয়াতে।

Level 0

proxy site gulo use koray dekhte paren.