মজিলার ফায়ারফক্স বিষয়ে সাহায্য চাই

আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি , সমস্যা হল আমি গত কয়েকদিন ধরে মজিলা ফায়ারফক্স পুরোপুরি আন ইন্সটল করার চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না । আন ইন্সটল করে আবার ইন্সটল করলে পুরনো ট্যাব থেকেই ওপেন হয় । আমি পুরোপুরি আন ইন্সটল করতে চাচ্ছি যেন ফ্রেশ কপি ওপেন হয় , এক্সপার্ট ভাইদের সাহায্য চাই প্লিজ ।

Level 0

আমি Tanim Mahmud Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সাধারন একজন মানুষ । বন্ধুরা মানবতা বাদী বলে ।রাজনীতি নিয়া কোন আগ্রহ নাই ।কিন্তু রাজনৈতিক দল গুলোর উল্টা পাল্টা কথা সহ্য করত্য পারি না । তাই নিরপেক্ষ ভাবে দেশ নিয়া কিছু কথা বলি । স্বপ্ন দেখি সুন্দর একটা সমাজ একটা দেশ, যেখানে মানুষ দল নিয়া না দেশ নিয়া কথা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে ড্রাইভে মজিলা সেট আপ করেছিলেন ওখানে চেক করেন,মজিলার cache থাকলে তা ডিলিট করেন…আবার সেট আপ দেন,কাজ হতে পারে।

রিভু আনইন্সটলার দিয়ে মজিলা পুনরায় আইন্সটল এডভান্স মোডে পাওয়ারফুল স্ক্যান করে সব রেজিস্ট্রি ডিলেট করে দিলে আশা করি পরের বার মজিলা নতুন করেই ইন্সটল হবে।
Revo 3.1 Crack পাবেন এখানে >
is.gd /SiXOa2

এছারাও প্রয়োজন মনে করলে আমাদের ফেসবুক গ্রুপের হেল্প নিতে পারবেন >
is.gd /eJ1XFO
[লিংকগুলোর স্পেস বাদ যাবে]