ধন্যবাদ !!! Viber, What’sapp, MyPeople, Tango বন্ধ করার জন্য…… আর সিনিয়ররা একটু হেল্পান

প্রথমেই ধন্যবাদ দিবো তাদের জাদের কল্যানে এইগুলা বন্ধ হইছে ! পলাপাইন গুলা একটু পড়ায় মনোযোগী হইছে। দেশের নিরাপত্তার জন্য যে কোন পদক্ষেপ নেয়ার অধিকার সরকারের আছে। কিন্তু তাই বলে 'ক' তে " কাদের মোল্লা " ক দিয়া যা নাম সেই রাজাকার টাইপ কাজ করলে তো হবে না।

হয়তো আমার কথার মানে কেউ বুঝেন নাই । whatsapp বন্ধ করতে গিয়া Whatsuppmag বন্ধ হয়ে গেছে mypeople বন্ধ করতে গিয়া এখন people per hour এ লগ ইন করা যায় না। এই ফ্যাপড়ের বাড়ি কই সেইডা কেও বলেন ।

অনেকে মনে করতে পারেন এই বেটার এতো গায়ে জ্বালা কেন। Proxy Server ব্যবহার করলেই তো হয়, আর এই খানেই আমার আপত্তি যারা এই মেসেঞ্জার গুলা ব্যবহার করতে পারে তারা একটা ছোট এ্যড অন বা প্রক্সি অ ব্যবহার করতে পারে ,আর এইগুলান ছাড়াও অনেক মেসেঞ্জার আছে অইগুলা ব্যবহার করতে পারে । আপনি কতগুলারে বন্ধ করবেন ।

করেন সবগুলাই বন্ধ করেন কিন্তু তাই বলে পোলাপাইনের আয়ের উৎস People per hour এর মত সাইট কেনো বন্ধ কইরা রাখছেন। সারা বাংলাদেশে মনে হয় আমি একজন যে Whatsuppmag এ লগ ইন করে কারন আমি এই ম্যগাজিনের Calender Manager. এইটাও আপনারা বন্ধ কইরা রাখছেন। এখন আমার যদি চাকরি যায় তার দায় দায়িত্ব কি সরকার নেবে । এমনি মধুর সমস্যা আমার সুপিরিওরদের বলে বোঝানো যায় না। একে তো আদুভাই ভার্সিটিতে ৬ বছর বড় যত্নে রাখাছেন (আর কত দিন তাও জানিনা)।

আমার এখন একটাই প্রশ্ন এই দুইটা সাইট কি খুলে দেয়া যায়না । তাহলে আমার মত কিছু অভাগা একটু খেয়ে পড়ে বাচত । আর যদি সরকার নাই খুলে তো বড় ভাইরা একটু বলবেন, ক্যামনে, কি উপায়ে Proxy Server ছাড়া লগ ইন করতে পারব ?

অনেক ফাউ চিল্লাচিল্লির জন্য ক্ষমা চাইছি । কষ্ট করে পড়ার জন্য আবারও ধন্যবাদ ।

Level 0

আমি Rupu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা কর্ডলেস মানুষ। কখন যে কি করি নিজেই জানিনা। মানুষের উপকার করার চেষ্টা করি। কিন্তু নিজের ক্যারিয়ার ঝরঝরে। কি বুঝলেন?


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

* ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটস অ্যাপ,
মাইপিপল ও লাইন
খুলে দিয়েছে বিটিআরসি।see more=>
http://www.tokbd.tk

Level 0

যাক বাচা গেলো
ধন্যবাদ Habib80 সুখবরটা দেয়ার জন্য