আউটসোর্সিং/ফ্রী-ল্যান্সিং শব্দটা এখন অনেকটাই পানির মত সকলের কাছে পরিচিত। তবে অনেকে ভাবে এটি হয়তো পানির মত সহজ নয়। কিন্তু আপনি যদি আউটসোর্সিং/ফ্রী-ল্যান্সিং ব্যাপারটা পানির মত করে না দেখার মানুষ গুলোর ভীরে পরেন, তবে পোষ্ট টি আপনার জন্য। আমি এটি কে সহজ করে দেয়ার চেষ্ট করব আমার এই ছোট মেধাটি দিয়ে। আমি সমাধান দেয়ার চেষ্টা করবো প্র্যত্যেকটা বিষয়ের সাথে এর সমাধানের রিলেশন রাখতে। আশা করি এই পোষ্টটি আপনাকে ইন্সপ্যায়ার করতে সাহায্য করবে।
<h2 style="text-align: center;"><strong>আউটসোর্সিং/ফ্রী-ল্যান্সিং এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারন</strong></h2>
<h3 style="text-align: center;"></h3>
<h3 style="text-align: center;"><img alt="" src="https://shakenbygrace.files.wordpress.com/2013/10/weakness3.jpg" /></h3>
<h3 style="text-align: center;"><strong>ইংরেজী (১)</strong></h3>
<strong></strong>অন্যন্য ব্যপারের হিসেব গুলো সবার পেছনে ফেলে প্রথম সারির সমস্যায় আছে এই ইংরেজী শব্দটা। <strong>ইংরেজীর</strong> প্রতি আগ্রহ না থাকা এর অন্যতম কারন। বেশির ভাগ বাজ্ঞালি আউটসোর্সিং/ফ্রী-ল্যান্সিং এ আগ্রহ হারিয়ে ফেলে শুধুমাত্র এই <strong>ইংরেজী </strong>এর জন্য।
<strong>সমাধানঃ </strong>ইংরেজী চর্চা, আপনার এই বয়সে এসে বই এর মাধ্যম দিয়ে শুরু করার আগেও আমি আপনাকে পরামর্শ দিব অন্য মাধ্যমের। First of all, আপনাকে আমি কম্পিউটার এবং ইন্টারনেটকে জোর করে আখড়ে ধরে থাকার পরামর্শ দিব। মাথায় রাখবেন "কাটা দিয়ে কাটা" তোলার ব্যাপারটি । ব্যাপারটি নেগেটি ক্ষেত্রে ব্যবহার হলেও এই ক্ষেত্রে পজেটিভ ভাবে চিন্তা করতে পারেন। আপনাকে যে কোন উপায়ে বিশ্ব-ব্যাপি ইংরেজির চলিত ভাষাটাকে আয়ত্ব করতে হবে। সেটি করতে ইন্টারনেটে বাংলা ব্লগ/ওয়েবসাইট গুলোর সাথে সাথে ইংরেজি ব্লগ/ওয়েবসাইট গুলোর সাথে রিলেশন রাখতে হবে। তাদের ইংরেজি লেখাগুলো দেখবেন ভিন্ন ভিন্ন। যদি ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশের কেউ কোন পোষ্ট লেখে, দেখবেন প্রথম প্রথম সেটি আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে ।এবং যদি এশিয়া, আফ্রিকা এর কেউ কোন পোষ্ট লেখে, দেখবেন সেটি অনেকটা পানির মত সহজ মনে হচ্ছে। আস্তে আস্তে দেখবেন কিছু দিনের মধ্যে আপনার বেশ উন্নতি হয়েছে এবং আপনিও তাদের সাথে কমিউনিকেশ করতে পাচ্ছেন। ব্যাস এতটুকুই আপাতত যথেষ্ট।
আপনি যদি আপনার ইংরেজিকে ইম্প্রুফ করতে চান তবে নিয়মিত দেখুন এই সব ব্লগ গুলো এবং ব্যাপারটা অনেকটা খেলতে খেলতে কম্পিউটার শেখার মতই। এই পদ্ধতিতে আপনি ইংরেজীকে আপনার খুব কাছে নিয়ে আসতে পারবেন। মজার বেপারটি হল, আপনি দেখবেন লেখাটি যদি ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশের কেউ কোন পোষ্ট লেখে, দেখবেন প্রথম প্রথম সেটি আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে ।এবং যদি এশিয়া, আফ্রিকা এর কেউ কোন পোষ্ট লেখে, দেখবেন সেটি অনেকটা পানির মত সহজ মনে হচ্ছে
<h2><a href="http://greatfreelancer.com/top-blog-list-earning-multiple-purpose/" target="_blank">www.odesk.com/blog/</a></h2>
<h2><a href="http://greatfreelancer.com/top-blog-list-earning-multiple-purpose/" target="_blank">www.elance.com/blog</a></h2>
<h2><a href="http://greatfreelancer.com/top-blog-list-earning-multiple-purpose/" target="_blank">blog.fiverr.com/</a></h2>
<h2><a href="http://greatfreelancer.com/top-blog-list-earning-multiple-purpose/" target="_blank">blog.peopleperhour.com</a></h2>
উপরের ব্যাপারটি (মার্কেট প্লেসের ব্লগ গুলিতে ইংরেজি চর্চা) সঠিক ভাবে করতে পারলে আপনার ব্যাপারটি হবে অনেকটা এই ছবিটার মত-
<img alt="" src="http://www.privatewifi.com/wp-content/uploads/2014/03/HTTPs-Weakness.jpg" />
(আপনাদের সাড়া পেলে...
<h3>আউটসোর্সিং/ফ্রী-ল্যান্সিং এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারন ও এর সঠিক সমাধান ২...... লিখতে বসবো)</h3>
আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।