আমি কমার্স থেকে Intermediate শেষ করেছি আমি কি Software Engineer বিষয়ে পড়াশোনা করতে পারব! [Plz সাহায্য করুন]

প্রথমে TT কে অনেক ধন্যবাদ ফিরে আসার জন্য এবং আপনাকেও অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।

আমাকে দয়া করে একটু সাহায্য করুন। কারণ আপনার একটু সাহায্য আমাকে একটি সঠিক পথ দেখাবে।

আমি কমার্স থেকে S.S.C  এবং H.S.C পড়াশোনা করেছি। আমার ছোট বেলায় তেমন কোন লক্ষ্য না তাই আমি পথ ভ্রষ্ট। কিন্ত কম্পিউটার জাতিও কোন কাজ করার আগ্রহ অনেক বেশি ছিল। কিন্ত সঠিক তথ্যের অভাবে আমি অগ্রসর হতে পারিনি।

তাই আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি! আমিকি Software Engineer বিষয়ে পড়াশোনা করতে পারব! আমাকে একটা পথ দেখান!

ধন্যবাদ

Level New

আমি সাজ্জাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মনে হয় পারবেন না। (আমি জতটুকু জানি)
SSC &HSC দুটোতেই সায়েন্স লাগে।

আমিও এক্ষান ভুল করছি…..
Ssc science কিন্তুু HSC মানবিক শাখায় পড়ছি…..
15 তে পরীক্ষা দেব।

আমারও স্বপ্ন IT নিয়ে পড়াশোনা করার। কিন্তুু পরিবারের ভুলে সব গেল গোল্লায়!

কোন বিজ্ঞ লোক যদি ধারণা দিতেন।। তাহলে উপক্রিত হতাম।

Level New

চাইলে CIS (Computing and Information System) নিয়ে পড়তে পারেন। এটা নাকি অনেকটা CSE এর মতই। এই ব্যাপারে এখানে কিছু তথ্য পাবেনঃ helpfulhub.com/24847/