জাদের পিসি আসে তারা প্লিজ হেল্প করেন । হার্ডডিস্ক এর পার্টিশন নিয়ে সমস্যা হইছে । সব ডাটা নস্ট হয়ে গেছে । প্লিজ কেও হেল্প করেন ।

জাদের পিসি আসে তারা প্লিজ হেল্প করেন । হার্ডডিস্ক এর পার্টিশন নিয়ে সমস্যা হইছে । সব ডাটা  নস্ট হয়ে গেছে । প্লিজ কেও হেল্প করেন ।
আমার ৫ টা ড্রাইভ ছিলো । C , D , E ,F ,G . । C and D তে উইন্ডোজ দেওা । আর বাকি E and F ১৫০ জিবি করে ছিলো । G ছিলো ১০০ জিবি ।  ৪৫ জিবি ফ্রী স্পেস  রেখেছিলাম । কালকে রাত এ ওঁই ৪৫ জিবি মদ্ধে ৩০ জিবি দিয়া একটা নিউ পার্টিশন খুললাম disc management থেকে  । কিন্তু ওঁই নতুন পার্টিশন আর খুজে  পাইলাম না। উপর দিয়া আমার F G এই ২  টা পার্টিশন গায়েব হয়ে ওঁই জাইগা ফ্রী স্পেস হইয়া গেসে । E drive টা দেখা জাচ্ছে । অইটা  ১৫০ থেকে 30 gb হইয়া গেসে । এইটা ওপেন করলে ফরমেট করতে বলে ।  C and D আসে ঠিক আসে।  আর F and G দেখাই জায় না । এই ২ টার জাইগা ফ্রী স্পেস হইয়া গেসে ।  easeus রিকভারি সফট দিয়া E স্কেন দিলে কিছুই পাওা জায় না । এখন কি করমু আমি প্লিজ হেল্প করেন ।

নিচের স্ক্রিন সুট টা দেখেন >

আমাকে  ফেসবুক  এ মেসেজ দিতে পারেন > Farhan Sajid

Level 0

আমি সাজিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফারহান সাজিদ । আমি ক্লাস ৮ এ পড়ি । আমার বয়স ১৪ ( জন্ম নিবন্ধন অনুযায়ী ১২ ) আইটি এর প্রতি রয়েছে প্রচুর আগ্রহ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক তালগোল পাকিয়ে ফেলেছেন দেখছি। আমার মতে আপনি এখন উইন্ডোস ডিস্ক দিয়ে বুট থেকে নতুন করে পার্টিশন করুন। আশা করি সব ঠিক হয়ে যাবে।

Portable Mini Tool
install kore dakhen
ami akbar disc formate deacelam 50gb 2ta drive banai ar oc start korar por 1tr B- (50+50)gb khuze pacchelam na
pore Portable Mini Tool dea partition dai baki memori fera pai

apnar upokare asle valo lagbee

windows data recover software use kora data recover korun.

আপনি আপনার সকল ড্রাইভ রিষ্টোর করতে পারবেন, paragon partition manager অথবা paragon live hard disk manager সংগ্রহ করুন, paragon partition manager ইন্সটল দিন অথবা live hard disk manager দিয়ে বুট করুন, তারপর ৩০ জিবি পার্টিশনটা ডিলেট করে undelete partition এ গিয়ে search দিন, আপনার হার্ড ডিস্ক এর পার্টিশন গুলো দেখতে পাবেন, তারপর সেখান থেকে রিষ্টোর করে নিন।

Level 2

নিচের লিংকটা কাজ দিতে পারে।
http://kamrulcox.blogspot.com/2012/06/blog-post_2148.html