জাদের পিসি আসে তারা প্লিজ হেল্প করেন । হার্ডডিস্ক এর পার্টিশন নিয়ে সমস্যা হইছে । সব ডাটা নস্ট হয়ে গেছে । প্লিজ কেও হেল্প করেন ।
আমার ৫ টা ড্রাইভ ছিলো । C , D , E ,F ,G . । C and D তে উইন্ডোজ দেওা । আর বাকি E and F ১৫০ জিবি করে ছিলো । G ছিলো ১০০ জিবি । ৪৫ জিবি ফ্রী স্পেস রেখেছিলাম । কালকে রাত এ ওঁই ৪৫ জিবি মদ্ধে ৩০ জিবি দিয়া একটা নিউ পার্টিশন খুললাম disc management থেকে । কিন্তু ওঁই নতুন পার্টিশন আর খুজে পাইলাম না। উপর দিয়া আমার F G এই ২ টা পার্টিশন গায়েব হয়ে ওঁই জাইগা ফ্রী স্পেস হইয়া গেসে । E drive টা দেখা জাচ্ছে । অইটা ১৫০ থেকে 30 gb হইয়া গেসে । এইটা ওপেন করলে ফরমেট করতে বলে । C and D আসে ঠিক আসে। আর F and G দেখাই জায় না । এই ২ টার জাইগা ফ্রী স্পেস হইয়া গেসে । easeus রিকভারি সফট দিয়া E স্কেন দিলে কিছুই পাওা জায় না । এখন কি করমু আমি প্লিজ হেল্প করেন ।
নিচের স্ক্রিন সুট টা দেখেন >
আমাকে ফেসবুক এ মেসেজ দিতে পারেন > Farhan Sajid
আমি সাজিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফারহান সাজিদ । আমি ক্লাস ৮ এ পড়ি । আমার বয়স ১৪ ( জন্ম নিবন্ধন অনুযায়ী ১২ ) আইটি এর প্রতি রয়েছে প্রচুর আগ্রহ ।
অনেক তালগোল পাকিয়ে ফেলেছেন দেখছি। আমার মতে আপনি এখন উইন্ডোস ডিস্ক দিয়ে বুট থেকে নতুন করে পার্টিশন করুন। আশা করি সব ঠিক হয়ে যাবে।