আমি আমার মাদারবোর্ড বদলাতে চাই। আমার প্রসেসরটি হল Intel® Pentium®
Processor E2220 (1M Cache, 2.40 GHz, 800 MHz FSB) LGA775
কোন ধরনের মাদারবোর্ড নিলে সেটা আমার প্রসেসরকে সাপোর্ট করবে? বাজারে গিয়ে শুধু সকেট নাম্বার বললেই কি ওরা কম্পাটিবল মাদারবোর্ড দেখাবে? নাকি আরো কিছু বলতে হবে? দয়া করে আওয়াজ দিন।
মোহিত।
আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউন্স জিন্দাবাদ !
আপনার প্রসেসর মডেল নিয়ে কোনো সমস্যা নেই। বাজারের বেশিরভাগ মাদারবোর্ডই যেমন ইন্টেল,আসুস,গিগাবাইট,এমএসআই এর ৩১,৩৫,৪১,৪৫ সব সিরিজেই চলবে এই প্রসেসর। তবে র্যামের কথাও ভুলে যাবেন না। বাস স্পীডের বিষয়টি খেয়াল রাখুন।
আর সাউন্ড এবং গ্রাফিক্স কোনটা গুরুত্বপূর্ণ তা ভেবে মডেল পছন্দ করুন। ভবিষ্যতে কি কি পার্টস আপগ্রেড করতে পারেন এবং সেগুলা নতুন মাদারবোর্ড সাপোর্ট করে কিনা তা খেয়াল রাখুন।
মাদারবোর্ডের পেছনে খরচ করতে কৃপণতা করবেন না। কেননা আপনার অন্য হার্ডওয়ার যতোই ভালো হোক না কেন তার পারফরম্যান্সের সুফল পেতে ভালো মাদারবোর্ড আপনার লাহবেই।