প্রথমেই আপনাকে ধন্যবাদ!
আমার একটি ব্লগ আছে! যার নাম হলো Virtual aia; এইটি আমি Blogger Hosted দিয়ে পরিচালনা করছি। এখানে দৈনিক প্রায় 400+ Visitors আসছে। চেষ্টা করে যাচ্ছি এর Visitors-এর সংখ্যা আরও বাড়াতে! আমার এই সাইটের জন্য আমি নিজেই SEO-এর কাজগুলো করতে চেষ্টা করি! যদিও SEO সম্পর্কে তেমন ভালো জানি না! আমি চাচ্ছি আমার এই সাইটে AdSense-এর Ads বসানোর জন্য! আমার সাইটের প্রত্যেকটি Article 100% Unique. যাইহোক, আমার সাইটে বেশ কিছু সমস্যা আছে... যা এখানে তুলে ধরবো... প্লিজ আপনারা আমাকে হেল্প করবেন!
Google Webmaster-এর সাইটের বেশ কয়েকটি Errors ধরেছে। Errors-গুলো হচ্ছে... Missing: Author এবং Missing: Update। এগুলো কি ধরনের Errors এবং এগুলো আমি কিভাবে ঠিক করবো?
আমার সাইটে Number Page Navigation আছে, আর এইটা কেবল Home Page-এ প্রবেশ করলেই দেখা যায়। কিন্তু আমি চাচ্ছি যে, কোন Visitor যখন আমার সাইটের কোন Category বা Lebel-এ প্রবেশ করবে তখনও যেন Number Page Navigation দেখায়। কিন্তু এই কিভাবে করবো?
আমার Illustrator, Photoshop, HTML, CSS এবং কিছুটা SEO সম্পর্কে ধারনা আছে। তাই বলছিলাম যে, Please আমার Virtual aia ব্লাগটা ভিজিট করুন। এবং এর কি কি সমস্যা আছে Identify করুন। এবং ঐ সমস্যা গুলো থেকে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি... সেই বিষয়ে আপনার পরমর্শ দিন!
ধন্যবাদ আবারও.... আল্লাহ হাফেজ!!!
আমি Al-Imran Akanda। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Authorship verify korte eta dekhun: http://www.techtunes.io/google-plus/tune-id/221040