[ সাহায্য প্রয়োজন ] – ফেসবুক এক্সপার্ট ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ।

আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি এমন একটি বিরক্তিকর লেখার জন্য । কিন্তু আমার উপায় ছিল না । কিছুতেই কিছু করতে পারছি না ।

সমস্যা:--- 
আমি পিসি থেকে আমার কম্পিউটার থেকে আমার ফেসবুক একাউন্ট এ লগিন করতে পারছি না ।

সমস্যার কারন:--

কয়েকদিন আগে আমি একটা গ্রুপে স্ক্রিপ্ট দিয়ে কিছু লোক এড করছিলাম । তারপরেই কিছু লোক এড হবার পর এখানে আসে যে আমার একাউন্ট এ মলয়ার আছে ।
তারপরই লগআউট হয়ে যায় এবং সমস্যার সৃষ্টি ।

আমি যা যা করেছি:--

  1. 1. ব্রাওজার আনইন্সটল করে ইন্সটল করেছি ।
  2. 2. কুকিজ ক্লিয়ার করেছি ।
  3. 3. প্রথমে শুধু এটা গুগল ক্রমে ছিল , মজিলা ও অন্যান্য ব্রাওজারে হয়েছে । এটা হয়েছে Import in Google Chrome দেয়ার জন্য ।
  4. 4. আমি এটার সমাধানের জন্য আবার Windows ও দিয়েছি । তবু সফল হই নি ।
  5. 5. উল্লেখ্য আমি আবার মোবাইল কিংবা অন্যান্য কম্পিউটার থেকে আমার এই ফেসবুক একাউন্ট চালাতে পারছি ।
  6. 6. এই একাউন্ট ব্যাতিত অন্যান্য সব ফেসবুক একাউন্ট চালাতে কোন সমস্যা হচ্ছে না ।

তবু কোনো লাভ হয় নি । সমস্যা সমস্যাই থেকে গেছে । 😳

সমস্যার বিবরণ : --

পরে আমি আবার লগিন করি । করতেই একটা মেসেজ আসে । মেসেজটি নিচের চিত্রের মত ,

প্রথমে এমন আসে ।

তারপর এখানে OK তে ক্লিক করার পর , নিচের চিত্রের মত আসে ,

দ্বিতীয় ধাপের ছবি ।
এখানে Download এ ক্লিক করলাম , তারপর , ব্রাওজার এর নিচে চিত্রের ন্যায় একটা পপ আপ মেনু আসে এবং একটি ফাইল ডাউনলোড হয় ।

সফটওয়ার ডাউনলোড শুরু হয় ।

এরপর আমি সফটওয়্যার ইন্সটল দেই , এতে অন্যানয় সফটওয়্যার এর মত Next বাটন পাই নি , তবে Windows এর পারমিশান চেয়েছে ,
চিত্রে দেখুন ,

Windows permission

এখানে আমি "Run anyway" ক্লিক করি , তারপর অপেক্ষা করতে থাকি । কিন্তু কোন পরিবর্তন দেখা যায় না ।
শুধু নিচের ছবির মত একটা পেজ আসে , আর স্ক্রলিং ই হতে থাকে ঘন্টার পর ঘন্টা ।

এভাবে স্ক্রল হয় আর কোন কিছু হয় না ।

============================

এই সমস্যা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি ?
অনেক কষ্ট করে লিখেছি । প্লিজ আমাকে সাহায্য করুন ।
আমি অনেক কৃতজ্ঞ থাকবো ।

=============================

আমাকে টিউমেন্ট করে কিংবা Facebook কিংবা WhatsApp এ মেসেজ করে হেল্প করতে পারেন ।

Facebook - http://www.facebook.com/Dhimanda

WhatsApp - 01684216333 / 01840929999

প্লিজ আমাকে হেল্প করুন আমাকে । আমি কখনো এমন সমস্যা পড়িনি । সারাজীবন মানুষের সমস্যা সমাধান করেছি , আজ আমি নিজেই ভিক্টিম । প্লিজ হেল্প মি ...।

Level New

আমি ধীমান সরকার বাপ্পী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শিখতে চাই ।আমাকে শেখান । আমি জানতে চাই ।আমাকে জানান । আমি জানাতে চাই । অপনি জানুন । প্রযুক্তি ভালভাসি । আছি নতুনের আশায় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারও একবার এইরকম হয়েছিলো কিন্তু ব্রাওজার রিস্টার্ট দেওয়ার পর ঠিক হয়ে দিয়েছিলো… আর কিছু করার দরকার পরে নাই ।

onno pc te ki try korsilen

আপনাকে কিছু সাজেক্ট করি…
১। CCleanerএর সব অপশন সিলেক্ট করে clean (Run Cleaner) করেন।
২। Advanced SystemCare থাকলে সেটারও সব অপশন সিলেক্ট করে স্ক্যান করেন।
৩। এন্টিভাইরাস আপডেট দিয়ে পুরো পিসি স্ক্যান করেন।
……………
……………
৪।অপারগতায়, ব্রাউজারগুলো IObit Uninstaller দিয়ে আন ইন্সটল করুন এবং পাওয়ার স্ক্যান করে সব রেজিস্ট্রি ফাইল মুছে দিন।
************
*************
***************
৫। একদম অপারগতায়, প্রক্সি হাইডার ব্যাবহার করুন।

আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে চাইলে,
https://fb.com/khan.sahjahan
অথবা টুইটারে,
https://twitter.com/md_sahjahan

আপনার পিসিতে প্রচুর ভাইরাস যা ফেসবুক বুঝতে পারছে,তারা নিশ্চই চাবে না তাদের নেটওয়ার্কেও ভাইরাস ঢুকে যাক আপনার কাছ থেকে,তাই আপনার পিসির আইপি ব্লক করে দেওয়া হইছে,এখন যেকোন Ip hiding ওয়েবসাইট / সফটওয়্যার অথবা VPN দিয়ে ফেসবুকে লগ ইন করলে সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা।আর ভালো কোন ইন্টারনেট সিকুরিটি ব্যাবহার করেন।

থাক আর কাওকে কিছু বলতে হবে না । আমার সমস্যা আমি নিজেই সমাধান করেছি …