আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি এমন একটি বিরক্তিকর লেখার জন্য । কিন্তু আমার উপায় ছিল না । কিছুতেই কিছু করতে পারছি না ।
সমস্যা:---
আমি পিসি থেকে আমার কম্পিউটার থেকে আমার ফেসবুক একাউন্ট এ লগিন করতে পারছি না ।
সমস্যার কারন:--
কয়েকদিন আগে আমি একটা গ্রুপে স্ক্রিপ্ট দিয়ে কিছু লোক এড করছিলাম । তারপরেই কিছু লোক এড হবার পর এখানে আসে যে আমার একাউন্ট এ মলয়ার আছে ।
তারপরই লগআউট হয়ে যায় এবং সমস্যার সৃষ্টি ।
আমি যা যা করেছি:--
তবু কোনো লাভ হয় নি । সমস্যা সমস্যাই থেকে গেছে । 😳
সমস্যার বিবরণ : --
পরে আমি আবার লগিন করি । করতেই একটা মেসেজ আসে । মেসেজটি নিচের চিত্রের মত ,
তারপর এখানে OK তে ক্লিক করার পর , নিচের চিত্রের মত আসে ,
এখানে Download এ ক্লিক করলাম , তারপর , ব্রাওজার এর নিচে চিত্রের ন্যায় একটা পপ আপ মেনু আসে এবং একটি ফাইল ডাউনলোড হয় ।
এরপর আমি সফটওয়্যার ইন্সটল দেই , এতে অন্যানয় সফটওয়্যার এর মত Next বাটন পাই নি , তবে Windows এর পারমিশান চেয়েছে ,
চিত্রে দেখুন ,
এখানে আমি "Run anyway" ক্লিক করি , তারপর অপেক্ষা করতে থাকি । কিন্তু কোন পরিবর্তন দেখা যায় না ।
শুধু নিচের ছবির মত একটা পেজ আসে , আর স্ক্রলিং ই হতে থাকে ঘন্টার পর ঘন্টা ।
============================
এই সমস্যা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি ?
অনেক কষ্ট করে লিখেছি । প্লিজ আমাকে সাহায্য করুন ।
আমি অনেক কৃতজ্ঞ থাকবো ।
=============================
আমাকে টিউমেন্ট করে কিংবা Facebook কিংবা WhatsApp এ মেসেজ করে হেল্প করতে পারেন ।
Facebook - http://www.facebook.com/Dhimanda
WhatsApp - 01684216333 / 01840929999
প্লিজ আমাকে হেল্প করুন আমাকে । আমি কখনো এমন সমস্যা পড়িনি । সারাজীবন মানুষের সমস্যা সমাধান করেছি , আজ আমি নিজেই ভিক্টিম । প্লিজ হেল্প মি ...।
আমি ধীমান সরকার বাপ্পী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শিখতে চাই ।আমাকে শেখান । আমি জানতে চাই ।আমাকে জানান । আমি জানাতে চাই । অপনি জানুন । প্রযুক্তি ভালভাসি । আছি নতুনের আশায় ।
আমারও একবার এইরকম হয়েছিলো কিন্তু ব্রাওজার রিস্টার্ট দেওয়ার পর ঠিক হয়ে দিয়েছিলো… আর কিছু করার দরকার পরে নাই ।