সপ্না আপুর Auto-CD জোড়া লাগাতে পারছি না

আপু আমি কষ্ট করে চারটি পাট ডাউনলোড করলাম কিন্তু এখনো জোড়া লাগাতে পারলাম না। আপনার দেয়া hj spilt সফটওয়ারটি দিয়ে চেষ্টা করেছি তাতেও হচ্ছে না। আপনি বলেছেন যে শুধু প্রথম পার্টটি জোড়া লাগানোর সময় দেখিয়ে দিতে। সেখানে শুধু প্রথম পার্টই শো করে। এবং জয়েন করার পর শুধু প্রথম পার্ট থাকে এবং তা ২০০ এমবি দেখায়। দয়া করে সমাধান দিন।

চারটি পাট ডাউনলোডের পর এরকম দেখায়

swp

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই প্রথম পার্ট ই দেখাবে।সেটাই জোড়া লাগান

রাফসান ভাই সেটাই জোড়া লাগিয়েছি। কিন্তু জোড়া লাগানোর পর প্রথমপার্ট দেখায় এবং সাইজ হচ্ছে ২০০ এমবি।

ভাইয়া আপনি তানভীর,,চন্দন, my name is khan উনাদের এবং আর ও কয়েকজনের মন্তব্য পড়ে দেখলে সহজে জোড়া লাগাতে পারতেন ,যাক আপনার লিখাটি এখানে দেখেই বুঝতে পারছি আপনি হয়ত মন্তব্যগুলো পড়ে দেখেননি । জোড়া লাগানোর জন্য আপনি শুধুমাত্র ১ম ফাইলটি swapna auto cd.rar.001নামে rename করে জোড়া লাগান তবেই হবে । উনাদের খুব সুন্দরভাবে জোড়া লেগেছে এবং সিডি ও বানিয়েছে ।

    এভাবেও করেছি এখন যেই নতুন ফাইলটি হয়েছে তা ২০০ এমবি দেখায়। তার মানে জোড়া লাগে নি।

আপনি নিশ্চয়ই দেখেছেন যতজন ডাউনলোড করেছে সবাই জোড়া লাগাতে ও সিডি বানাতে সফল হয়েছে । আপনার কেন হচ্ছেনা তাতো বুঝতে পারছিনা । ফাইল রিনেম করার পর computer restart করে চেষ্ঠা করে দেখুন আর হ্যা আপনার ফাইলগুলো সব একই ডিরেক্টরীতে আছে কিনা সেটা দেখে নিন ।

তমাল ভাই, ওরফে হেরার আলো , আশা করি দ্রুত সমাধান খুঁজে পাবেন, না পাইলে আমি নাই , কারণ কিভাবে করতে হয় আমি জানি না ! সপ্না আপু জানে ……………

তমাল ভাই, ওরফে হেরার আলো, চেষ্টা চালিয়ে যান। একবার না পারিলে দেখ শতবার!

কোন পোষ্ট থেকে এইটা পাইলেন , আমারে বলেন শুনি

যত রকমেই চেষ্টা করলাম আপু একটাই জোড়া লাগে। কি করবো বুঝতে পারছি না। জানি না সফল হব কিনা।

অবশেষে জোড়া লাগলো…………………..অসংখ্য ধন্যবাদ।

    যাক আপনি সফল হয়েছেন জেনে খুব ভাল লাগছে । আমি আপনার উত্তরের অপেক্ষায় ছিলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে ও ।

    জোড়া লাগছে ! মিষ্টি খাওয়ান !