সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে জীবনে প্রথম বারের মত টিটিতে কিছু লিখতে যাচ্ছি। আসলে টেকটিউন্সের টিউনাররা এমন সাজানো গুছানো টিউন করে থাকেন তাদের সামনে কিছু লিখতে সাহস হয়না। আমি টেকটিউনস এ নতুন আমার প্রথম টিউনস আপনাদের কাজ থেকে নেওয়ার, ভাগ্য খারাফ শুরুতে আপনাদেরকে কিছু না দিয়ে চেয়ে যেতে হচ্ছে। সারাজীবন টেকটিউন্স থেকে নিয়েই যাচ্ছি, দয়া করে আমার প্রথম টিউনসটা একটু সূনজরে দেখবেন । আমাদের টেকটিউন্স পরিবারে হয়ত এমন অনেকে আছেন চায়না মোবাইল ফ্ল্যাশ এর কাজ করেন বিশেষ করে
যারা [VOLCANO BOX] দিয়ে ফ্ল্যাশ করে থাকেন। আমি VOLCANO BOX দিয়ে ফ্ল্যাশ করতে চাচ্ছি প্রথম থেকে Pinouts are not fonud এই লেখাটা আসার আগে কি কোন কী চাপতে হবে ?Failed to detect Pinouts are not fonud! এই সমস্যা অনেক ট্রাই করে দেখেছি কাজ হচ্ছে না। আমাদের মধ্যে যদি কারো জানা থাকে দয়া করে একটু সাহায্য করুন ।এখানে detect যখন কানেক্ট করি কমপ্লিট লেখা আসে। mtk কাজ করতে গেলে এই সমস্যাটা হয়। বুঝার সুবিধার্থে নিচে দুইটা স্কৃনসট দিয়ে দিলাম।
যদি কেউ আমাকে সমাধানটা দিতে পারেন তো আমাকে একটা খোঁচা দিতে পারেন ফেইসবুকে। সময় দিয়ে টিউনটা কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
আমি Gsm gofur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।