আমি একটা ব্যাপারে আপনাদের কাছে সাহায্য চাই । ব্যাপার টা হচ্ছে ইউ এস বি মডেম ব্যবহার করে কিভাবে উবুন্টু ৯.০৪ এ ইন্টারনেট কানেকশন দেয়া যায় । আমি যে ইউ এস বি মডেম ব্যবহার করি তার নাম Hame । মডেল নাম্বার HM-610C । আমি উবুন্টু ৯.০৪ ব্যবহার করি । আগে ব্রডব্যান্ড ব্যবহার করতাম । তারপর অনেকদিন নেট কানেকশন ছিল না । এখন বাংলালিন্ক আনলিমিটেড পাকেজ (P2) কানেকশন নিয়েছি । কিন্তু উবুন্টু তে কিভাবে মডেম দিয়ে নেট কনফিগার করে জানিনা । প্লিজ সবাই একটু হেল্প করবেন ।
******* এতদিন নেট কানেকশন ছিল না তাই টেকটিউনস থেকে দুরে ছিলাম.......আবার টেকটিউনস এ আসতে পারব ভেবে সবার নিত্য নতুন টিউনস দেখতে ও পড়তে পারব ভেবে ভীষণ ভালো লাগছে ।******
আমি জিয়াউস সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a professional full stack web developer.
আপনি মডেম লাগানোর পর উপরের ডানদিকে নেটওয়ার্ক আইকনে ক্লিক করলে কি কোনো মডেম দেখায় না? আপনি accessories=>Terminal এ lsusb কমান্ডটার রেজাল্ট এখানে পেস্ট করুন। আর সবচেয়ে ভাল হয় উবুন্তুর নতুন ভার্সন ১০.০৪ ইন্সটল করলে।