এডসেন্স নিয়ে আমার এক বিরাট সমস্যা(সাহাজ্য চাচ্ছি সকলের কাছে**বিশেষ করে শাকিল আরেফিন**)

এডসেন্স নিয়ে এইবার ষষ্ঠ বার ট্রাই মাইরা হতাশ হইলাম।একি কথা কয়।টপলেভেল ডোমেন লাগবে।অনেকে বলছে টপলেভেল ডোমাইন নাকি লাগবে না।কনটেন্ট ভালো হলেই নাকি হবে।কই কি।আমি মাঝখানে বিডভারটাইসার ইউস করতাম।ক্লিক ও পাইতাম।তবে এক্কেবারে কম।মাসে মাসে আয় হইতো ৩০ ডলার এর মতো।এখন তো ২.০$ এইযে হইসে।আর বাড়ে না।ক্লিক পরলেও না।কেউ আমাকে দয়া কইরা প্লিজ হেল্প করেন।আল্লাহ তার মন্গল করবে।আরেকটা কথা এডসেন্স এর মতো এডব্রাইট এর কি চেক ভাংগানো যায়।কেউ কি আছেন যিনি বাংলাদেশে এডসেন্স ছাড়া অন্যকিছুতে ট্রাই করে জয় পেয়েছেন।থাকলে লিন্ক দেন।আর আমার এই সমস্যার একটা ক্ষুদ্র সমাধান দিয়ে যান।প্লিজ।
এডসেন্স এর কথা:
Hello Rafsan Chowdhury,

Thank you for your interest in Google AdSense. Unfortunately, after
reviewing your application, we're unable to accept you into Google AdSense
at this time.

We did not approve your application for the reasons listed below.

Issues:
- Page Type

---------------------

Further detail:
Page Type: In order to participate in Google AdSense, publishers' websites
and application information must satisfy the following guidelines:

- Your website must be your own top-level domain (www.example.com and not
http://www.example.com/mysite).
- You must provide accurate personal information with your application
that matches the information on your domain registration.
- Your website must contain substantial, original content.
- Your site must comply with Google AdSense program policies:
https://www.google.com/adsense/policies" which include Google's webmaster
quality guidelines:
http://www.google.com/support/webmasters/bin/answer.py?answer=35769#quality
.

If your site satisfies the above criteria in the future, please resubmit
your application and we'll review it as soon as possible

---------------------

You can find more details and application tips at
https://www.google.com/adsense/support/bin/answer.py?answer=75109.

To update and resubmit your application, please visit
https://www.google.com/adsense?hl=en_US and log in using the email address
and password you submitted with your application. Our specialists will
review your account for compliance with our program policies, so please
make sure to resolve all of the issues listed above before resubmitting.

For a complete list of AdSense criteria, please visit:
https://www.google.com/adsense/policies?hl=en_US
https://www.google.com/adsense/localized-terms?hl=en_US

If you have any questions, you're welcome to contact us at
https://www.google.com/adsense/support/bin/request.py? at any time.

Regards,

The Google AdSense Team

প্লিজ হেল্প মি আউট।আর কি কনটেন্ট ঠিক করলে এডসেন্স খুলা যাইব সেটা দেখতে আমার সাইট ভিসিট করুন  http://gamedownload-games.blogspot.com/

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

this site is full of piracy contents

    তাহলে আমি এখন কি করবো???

    আরো বেশী করে পাইরিসি করেন

    সোহেল ভাই হইলটা কি আবার আমার পিছে লাগসেন কেন???

Level New

রাফসান ভাই,গুগলের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে জানেন? পাইরেটেড কোনো কন্টেন্ট(গান,মুভি,গেমস) থাকলে সেখানে এডসেন্স ব্যবহার করা যায় না।

    তাহলে উপায়???

    Level New

    খুব সহজ। কপিরাইট করা কোনো কিছুই অবৈধভাবে শেয়ার করা যাবে না।
    একটা জিনিস খেয়াল করে দেখুন। কোনো টরেন্ট সাইট,ওয়ারেজ বা ফ্রি ফুল সফটওয়ার/গেমস বা গান ডাউনলোডের সাইটে কখনো এডসেন্স দেখেছেন?
    এডসেন্স ব্যবহার করতে চাইলে উল্টা-পাল্টা অনেক কিছু করা থেকেই বিরত থাকতে হবে আমাদের।

যাহা করিবা বুঝিয়া করিবা।আমার একটি কমেন্টে এ বিষয়ে কিছু বলেছি।প্রশ্ন করলে হয়ত আরো কিছু বলতাম।কিন্তু স্যার,আপনি আমার কমেন্ট ডিলেট করে দিয়ে ছিলেন।চষ্টা করে যান।কষ্ট করে সফলতা পেলে এর মর্ম বুঝতে পারবেন।স্যারি,

    ভাই আমি আপনার কোন টিউনের কমেন্ট মুছে দিয়েছি একটু বলবেন?

    কোন টিউনের কমেন্ট সেটা খুজে বের করার সময় হাতে নেই।তবে আপনার প্রফাইল পিকচার এটাই মনে আছে।আপনি আপনার গেম বিষয়ক একটা সাইট সবাইকে ভিজিট করার জন্য অনুরোধ করেছিলেন।আমার একটি কমেন্ট পাবলিশ করেছেন বাট অন্য কমেন্ট পাবলিশ করেন নি।

রাফসান তুমি যদি ব্লগার ব্যবহার করো তাহলে তুমি যদি এ্যাডসেন্স এর সাইট হতে আবেদন করো তাহলে একসেপ্ট হবেনা এখন গুগল একটু কড়াকড়ি করে ফেলছে ।তা হলে কি করতে হবে ??অন্তত এক মাস নতুন একটা ব্লগ খুলে মোটামুটি ভালো ভালো কিছু কনটেন্ট দাও তারপর ব্লগারের ভিতর থেকে এ্যাডসেন্স আবেদন করবে এ্যাডসেন্স এর সাইট হতে নয় বুঝতে পারছো >?আশা করি সফল হবে ।

মাত্র তো কয়েকটি জিমেল আইডি ইউজ করেছেন।কয়েকটি সাইট নষ্ট না হলে গুগল বুঝবে কি করে আপনার আগ্রহ কতটুকু????

    দুংখ জনক ব্যাপার,যে শাকিল আরেফিনের সাহায্য চেয়েছেন তিনি তো কোন কমেন্ট করলেন না।আমার মনে হয় উনাকে কিছু বলতে হলে উনার পারসনাল ব্লগে বলা উচিৎ।
    http://www.earnhelp.com

Level New

রাফসান ভাই### হতাশ হওয়ার কিছি নাই। সত্যি বলতে কি ADSENSE থেকে অনেক ভাল আয় করা যায় কিনতু বিষয়টা এত সহজ না।
আমি নিজেই ADSENSE থেকে গড়ে $250-350 পাই প্রতি মাসে।
BD তে আজকাল এইরকম অনেক CD/DVD পাওয়া যায় যাতে লেখা থাকে ADSENSE থেকে মাসে আয় করুন $300 – $ 500. আবার আজকাল অনেকে ভুয়া বিজ্ঞাপন দেখবেন পত্রিকায় যেখানে লেখা থাকে Internet থেকে আয়ের কর্মশালা হবে। ব্যাস আপনি মহা আনন্দে নাচতে নাচতে ঐ সব কর্মশালায় যাবেন ব্যাস তারা শুরু করবে তাদের প্যাঁচাল পারা। তারপর তারা বলবে যে ১০০০ টাকা লাগবে কর্মশালায় যোগ দিতে। ব্যাস আপনি হয়ে গেলেন দুনিয়ার অন্যতম গাঁধা!!!!! তারপর তারা একটা মোটামোটি একটা রুম এ কর্মশালা আয়োজোন করবে। সেখানে মোটামোটি অনেক বড় সংখ্যার গাঁধাদের বসে থাকতে দেখা যাবে। তারপর কর্মশালা করে যা বুঝবেন তা হল , ডলার আয় করা কোন ব্যাপার ই না। মোটামোটি ডাল ভাত খাওয়ার মতই সোজা প্রতি মাসে $300-$500. আপনি বলবেন ধ্যাঁত মানুষ কেন এত গাঁধা হয় বুঝিনা টাকা আয় এত্ত সোজা তারপর ও মানুষ কেন টাকা কামাতে পারে না???? যাই হোক কর্মশালার আয়োযোক ভাইদের ভাষণ অনুযায়ী আপনাকে আপনার কর্মশালার আয়োযোক ভাইদের কাছ থেকে একটি Domain name and Hosting package কিনতে হবে (মানে এটা তাদের দ্বিতীয় Trap , Hosting business শুরু করার জন্য)। তারপর আপনি Blogging করতে থাকবেন আর আপনার পকেটে টাকা আসতে থাকবে!!!! হেহেহেহেহ……কত্ত সোজা

না ভাই এই সব প্রতারকদের ফাঁদে পা দিবেন না। পত্রিকায় বিজ্ঞাপন দেখে ইন্টারনেটে টাকা আয় বিষয়ক কোন কর্মশালায় যোগ দিয়ে নিজের মূল্যবান সময় ও টাকা নষ্ট করবেন না।

হা ADSENSE ভুয়া নয়। ADSENSE এ রয়েছে টাকা আয়ের বিপুল সম্ভাবনা। এর থেকে আসলে প্রতিমাসে মোটামোটি ছোটখাট website থেকে প্রতিমাসে $ 100-150 পাওয়া যেতে পারে। কিনতু বিষয়টা অনেক কিছুর উপর নির্ভর করে…

১) আপনি কতটা জনপ্রিয় সাইট এর মালিক
২) আপনার সাইট Daily Visitor কত
৩) আপনার সাইট কতটা SEO friendly
4) ADSENSE ব্লক গুলো আপনি কতটা চতুরতার সাথে Em bade করেছেন যেন বেশি সংখ্যায় ক্লিক পড়ে।

যাই হোক আপনি যদি ADSENSE থেকে সত্যি একটা Handsome Amount income করতে চান তাহলে আপনাকে কিছুটা হলেও PHP, MySQL, HTML, CSS, SEO এর Basic ধারনা থাকা উচিত যেন আপনি আপনার সাইট কে সেভাবে Modify করার ক্ষমতা রাখেন যেভাবে আপনার সাইট সাজালে বেশি ক্লিক পরবে। হা এটা ঠিক যে এগুলো জানা Compulsory নয় Optional. আমি এমন অনেক কেই চিনি যারা এগুলোর একটা জানেন না কিনতু per month 100/150 পান ADSENSE থেকে। আবার আমি এমন অনেককেই জানি যারা এগুলো জানেন তাদের মত Expert webdeveloper per month 300-500 USD পান ADSENSE থেকে।

আর একটা ভাল টিপস দেই ADSENSE থেকে ভাল আয় করতে চাইলে ২ থেকে তিনটা সাইট এর মালিক হলে ভাল হয়। কারণ এক সাইট থেকে আপনি ভাল আয় পাবেন না। ভিন্ন ভিন্ন বিষয় এর উপর ২/৩ টি সাইট তৈরী করুন। আর Adsense থেকে ভাল আয় পেতে ADSENSE বিষয়ক বিভিন্ন বই পড়ুন। যা আপনি ইন্টারনেটেই পাবেন। বিভিন্ন ব্লগ পড়ুন। গুগল এর নিজের ই ADSENSE ব্লগ রয়েছে। অখানে আপনি অনেক টিপস পাবেন। নিজেই নিজের Trainer হোন। হোন নিজেই নিজের সাহায্যকারী। লম্বা কমেন্ট এর জন্য দুঃখিত।

    ভাই আপনাকে ধনেপাতা দিয়ে শেষ করা যাবে না।তবে আপনি এত কিছু মধে আসল কথাটাই বললেন না।আমাকে তো এডসেন্স একসেপ্ট ই করতাসে না।

    Level New

    আপনাকে ADSENSE Accept করছেনা। এর প্রধান কারণ আপনি আপনার সাইট এ লাইসেন্স গেমগুলোর পাইরেটেড ডাউনলোড লিঙ্ক রেখেছেন যা আসলে বৈধ নয়। যা ADSENSE TOS এর ও বিরোধী। আপনি বিশ্বাস করেন আর নাই করেন আমি যখন প্রথম ADSENSE ব্যবহার শুরু করি তখন আমিও Website Develop, PHP, HTML ইত্যাদি এর অ আ ও জানতাম না। আমি প্রথম দিন ই Blogspot এ Account খুলে একটা ব্লগ খুলি ওটায় শুধু তিন চারটা কন্টেন্ট দিয়েই Adsense এ apply করলাম। এর দু’দিন পরই আমার Account টি Accept হয়ে যায়। আপনি ভাবতে পারেন যে, যে ব্লগটি আমি মাত্র শুরু করলাম যাতে পর্যাপ্ত Content ই নাই মাত্র তিন / চারটা ওটাই ADSENSE Accept করল। কারণ কি জানেন ? আমার সাইটে কোন Piracy ছিল না।

    যদিও আমি এখন সেই সাইটে এখন ADSENSE ব্যবহার করিনা। কিনতু ওটা ছিল আমার প্রথম কোন সাইট ADSENSE এর জন্য।

    এখন আমি যেসব সাইটে ADSENSE ব্যবহার করি তার সবগুলোই Top Level Domain এ।

    আপনাকে আমার পরার্মশঃ
    ১) একটা নতুন Gmail/ Yahoo/ Hotmail account খুলুন। এই Mail ID দিয়ে একটা নতুন Blogspot Account খুলুন। তারপর একটা ব্লগ খুলুন যেকোন বিষয়ে , Piracy থেকে দূরে থাকুন। মোটামোটি ১০ টি Content দেয়ার পর ADSENSE এ apply করুন।
    ২) সাবধানতা এই কাজটি আপনাকে IP Change করে করলে ভাল হয়। কারণ আপনি যেহেতু একবার apply করে reject হয়েছেন আর Google কিনতু আপনার IP record করে রেখেছে যে এই IP থেকে একবার Application submit হয়েছে । তাই পরবর্তীতে Adsense ভাবতে পারে আপনি আবার apply করতেছেন। সেেক্ষত্রে তারা আবার আপনাকে Reject করতে পারে। যদিও অনেক সময় accept হয়েও যায়। কিনতু তারপর ও সতর্ক থাকা ভাল।

    আপনি যদি তাও সফল না হোন তাহলে আমি আপনার একটা উপকার করতে পারিঃ
    যদি আপনি আমাকে আপনার বাসার mail address দেন। মানে account খুলতে আপনি যে mail address ব্যবহার করবেন। তাহলে আমি আপনাকে একটা Adsense account খুলে দিতে পারি। ৪/৫ দিন লাগবে। ৪/৫ দিন পর আমি আপনাকে Password দিয়ে দিব। তখন আপনি আপনার Password change করে নিবেন তাহলে আমি আর ওখানে access করতে পারব না। এতে আমার কোন লাভ নেই। আমি শুধু আপনার একটা উপকার করতে চাইছি মাত্র। আর করতে পারলে খুশি ই হব। এর আগেও আমি এইরকম অনেককেই এভাবে Adsense account খুলে দিয়েছি। ধনে পাতা নয় ধন্যবাদ, ভাল থাকবেন

    ভাই আমার বাসার মেইল এড্রেস হইলো 56 Siddawari Salkular Road Dhaka Malibag 1217 আর কিছু কি লাগবে??

    Level New

    জি লাগবে।
    1) Full Name
    2)Current Phone or Cell Number
    আর হ্যাঁ ৪/৫ দিন ধৈর্য ধরেন। ইনশাল্লাহ আমি আপনাকে Password দিয়ে দিব।

    ভাই আমার ফুল নেম Md Rafsan Chowdhury
    তবে আমার বেন্ক আকাউন্ট নাই তাই আমার বাপের নামে খুলা ভালো নাম MD Shoeab Chowdhury

    Cell Number:01733770078

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখন পর্যন্ট এতদূর কেউ সাহাজ করে নি।তবে একটা কথা আমি একাউন্ট খুলতে পারি না আপনি কিভাবে পারবেন???