একটি অতি জরুরী সাময়িক পোষ্ট। ডিপ ফ্রিজ আন-ইনষ্টল করবো কিভাবে? সাহায্য চাই।

হ্যালো ব্লগার ভাইয়েরা

আমি একজন নতুন ইউজার। আমি আমার কম্পিউটারে ডিপ ফ্রিজ ইনষ্টল করেছি। কিন্তু এখন একটা সফটওয়ার ইনষ্টল করার জন্য এটাকে আন-ইনষ্টল করতে চাচ্ছি , পারতেছিনা। প্লিজ একটু হেল্প করুন।

ডিজেবল করবো কিভাবে? সিষ্টেম ট্রে-তে তো আইকনটা দেখা যাচ্ছে না গত ৩/৪ দিন থেকে।

এই বিষয়ে কারো জানা থাকলে দয়া করে আমাকে জানালে খুশি / উপকৃত হবো।

Level 0

আমি শ্বরেয়া-হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://iusumon.blogspot.com/2008/07/blog-post_29.html
এই লিঙ্ক দেখেন ।

এইটাও দেখতে পারেন –
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23874/

এই লিঙ্কের একেবারে নিচের লেখাগুলো পড়ুন —
http://tohamh.wordpress.com/2008/07/20/change_trial_versions_to_full_versions/

ডিপ ফ্রিজ কি ভাই

    ভাইজান ডিপ ফ্রিজ হচ্ছে গিয়া কম্পিউটারে নিরাপদে খাবার-দাবার রাখার একটি চমৎকার জায়গা। হাজার বছরেও যা নষ্ট হয় না।

    ভাই এইডা কই পামু , আর দাম কত

Level 0

আপনি সেইফ মুডে গিয়ে এটা করতে পারেন

    ভাইজান সেইফ মুডে গিয়ে করে দেখেছি হয় না। কিন্তু আমি নতুন করে XP ইনষ্টল দিতে চাই। তাই কেউ যদি এই বিষয়ে জানেন দয়া করে আমাকে জানালে উপকৃত হবো। এই জন্য আমাকে এই নাম্বারে কল দিতে পারেন (কারণ সব সময় অন-লাইনে থাকি না) +৮৮০১১৯৫০৫৪০৬১।

আপনাকে এত গুলো লিঙ্ক কষ্ট করে খুজে বের করে দিলাম, ঐগুলোতে কাজ হয়েছে কি হয় নি তা জানালেন না !

সেইফমোড এর দরকার কি? স্বাধীন ভাই যে লিঙ্ক দিয়েছে এইটা তো সোজা। আর এই সিস্টেমে পাঁচ বৎসর রিমোভ করতেছি। ইন্টারনেট দোকান তো, তাই ডিপ ফ্রিজ
সব কম্পিঊটারে রাখতে হয়।