আমার এই সবার জন্য, techtunes গুরুরা আমাকে সহজগিয়া করবেন প্লিজ। এডিয়ে যাবেন প্লিজ।
আসসালামু আলাইকুম, techtunes গুরু সবাইকে আমার সালাম দিলাম, আমি প্রাই ৩ বছর ধরে techtunes এ ভিসিত করে আসিতেছি,
আমার লোকেশান চট্রগ্রাম, আমি কনরকম ছোট বিজনেস করতেসি, তাহাতে আমার ফ্যামিলি আল্লাহ রহমতে সলতেছে, আমার বিজনেস করে কিছু টাকা জমিছিলাম,
আমার ফ্যামিলি আমাকে বিদেশ যাওয়ার জন্য বলতেছে, আমার পরিচিত কয়েক জনকে বললে আমাকে এক লোক ভিসা দিবে বলে, তাহাতে আমি রাজি হই, আমার ফ্যামিলিকে জানাই, সেই লোক আমাকে ভিসা দিবে বলে আমার থেকে কয়েকবার করে অনেক টাকা নিয়া যাই, তাকে আমার (জমানো+ ঋণ করে) টাকা দেই, তারপর থেকে আর তাহার দেখা পাইনা। ফোনে কল করলে আজ কাল অনেক ওজুহাত দেখাই, আর তার দেখা পাইনা।
আপনাদের কাছে আকুল আবেদন, ওই লোকটাকে যদি আপনারা মোবাইল ট্র্যাকিং মাদ্দমে দরিয়া দেওয়ার জন্য সাহায্য করতেন অথবা আমার ট্র্যাকিং এর সফটওয়্যার তা দিতেন তাহলে আমি আপনাদের কাছে চির িকতজ্ঞ থাকতাম, এবং আমি এবং আমার ফামিল্য ঋণের বোজা হইতে মুক্তি পেত। দয়া করে আমাকে সফটওয়্যার যদি ইমেইল করেন, তাহালে আমার অনেক উপকার হত। আমার জিমেইল আইডিঃ famouscomputerbd@gmail.com
এবং techtunes কাছে আমার আকুল আবেদন আমার এই tune ডিলিট করবেন না। এই সাহায্য ধারা আমার অনেক উপকার হবে।
আমি বাংলা পারিনা, অনেক কষ্ট করে লিখলাম, সবার সাহায্যর জন্য।
আমি ফেমাস কম্পিউটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।