সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন সেই দোয়া করি।
আজ কয়েক দিন যাবত চিন্তা করছি অনলাইন থেকে কিভাবে ক্রয় করা যায়? তো যেই ভাবা সেই কাজ, অনেক খোজা-খুজির পর তেমন কিছুই বের করতে পারলাম না অনলাইন থেকে বিশেষ করে http://www.aliexpress.com/ এ বেশ কিছু প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য (খেলনা)।
আজকে আমি জানতে চাচ্ছি এখান থেকে ক্রয় করার পদ্ধতি কি এবং কিভাবে আমি মালামাল হাতে পাবো এবং কিভাবে আমি পেমেন্ট করবো।
এসব কিছু নিয়ে যদি কোন ভাইয়ের জানা থাকে তবে এই নিয়ে বিজ্ঞদের থেকে একটি সুন্দর ও মান সম্মত টিউন আশা করছি।
আমার মতো যারা অনলাই (বিদেশ) থেকে কেনা-কাটা করতে ইচ্ছুক তাদের জন্য একটি সুন্দর টিউন আশা করছি বিজ্ঞ জনের কাছ থেকে।
আশাকরি টিটি’র সদস্যরা আমাকে নিরাশ করবে না।
ধন্যবাদ সাইকে টিউনটি কষ্ট করে পড়ার জন্য। যাবার আগে একটি কথা ভালো থাকবেন; ভালো রাখবেন এই প্রত্যাশায়।
আমি Md. Nur Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জি আপনি কিনতে পারেন কিন্তু আপনাকে ১৩০% ট্যাক্স দিতে হবে সরকারকে । এরপরও যদি আপনি কিনতে চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি । আমাকে পাবেন http://www.rafsan.info/contact এখানে ।