অনলাইন এ ক্রয় করার পদ্ধতি কি এবং কিভাবে আমি মালামাল হাতে পাবো এবং কিভাবে আমি পেমেন্ট করবো?

সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন সেই দোয়া করি।

আজ কয়েক দিন যাবত চিন্তা করছি অনলাইন থেকে কিভাবে ক্রয় করা যায়? তো যেই ভাবা সেই কাজ, অনেক খোজা-খুজির পর তেমন কিছুই বের করতে পারলাম না অনলাইন থেকে বিশেষ করে http://www.aliexpress.com/ এ বেশ কিছু প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য (খেলনা)।

আজকে আমি জানতে চাচ্ছি এখান থেকে ক্রয় করার পদ্ধতি কি এবং কিভাবে আমি মালামাল হাতে পাবো এবং কিভাবে আমি পেমেন্ট করবো।

এসব কিছু নিয়ে যদি কোন ভাইয়ের জানা থাকে তবে এই নিয়ে বিজ্ঞদের থেকে একটি সুন্দর ও মান সম্মত টিউন আশা করছি।

আমার মতো যারা অনলাই (বিদেশ) থেকে কেনা-কাটা করতে ইচ্ছুক তাদের জন্য একটি সুন্দর টিউন আশা করছি বিজ্ঞ জনের কাছ থেকে।

আশাকরি টিটি’র সদস্যরা আমাকে নিরাশ করবে না।

ধন্যবাদ সাইকে টিউনটি কষ্ট করে পড়ার জন্য। যাবার আগে একটি কথা ভালো থাকবেন; ভালো রাখবেন এই প্রত্যাশায়।

Level 0

আমি Md. Nur Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জি আপনি কিনতে পারেন কিন্তু আপনাকে ১৩০% ট্যাক্স দিতে হবে সরকারকে । এরপরও যদি আপনি কিনতে চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি । আমাকে পাবেন http://www.rafsan.info/contact এখানে ।

Level 0

পেমেন্ট মেথডগুলো খুব সুন্দর করে আপনার ওয়েব পেজের নিচে স্পষ্ট ভাষায় দেওয়া আছে। আমি মনে করি মূলত এই টিউনটি কৌশলে ‍আলিএক্সপ্রেস.ডটকম কে প্রোমট করার জন্য করা হয়েছে । এডমিন এর দৃস্টি আকর্ষ ণ করছি

@Rezaul: ভাই আলিএক্সপ্রেস.ডটকম কে প্রোমট করা হলো কিভাবে একটু বুজাবেন কি? মাল আমি বুজে পাবো কিভাবে এর ১টি লিংক দেন দেখি আপনি কত পারেন।

আপনি বিশ্বের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম আলিএক্সপেস থেকে ঘরে বসেই যেকোন পণ্য ক্রয় করতে পারেন,এমনকি বাংলাদেশের বাজারের থেকে সস্তা এবং কোয়ালিটি সম্পূর্ণ পণ্য।যদি আপনি আলিএক্সপেস থেকে পন্য কিনতে চান কিন্তু পেমেন্ট সিস্টেমের জন্য ক্রয় করতে সমস্যা হচ্ছে তাহলে নিচের ফেসবুক গ্রুপটি আপনার জন্য-aliexpress import bangladesh